TRENDING:

শাক-সবজির সঙ্গে শরীরে ঢুকছে বিষাক্ত রাসায়নিক! রক্ষা পাবেন কীভাবে? জেনে নিন বিশেষজ্ঞের মত

Last Updated:

কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট ক্ষতিকর। অন্যদিকে, শাক-সবজি প্রতিদিনের খাদ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই ক্ষতিকর রাসায়নিক কী ভাবে সবজি থেকে আলাদা করা যাবে, তা জেনে নিন বিশেষজ্ঞের থেকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: চাষে ব্যবহৃত বিষাক্ত রাসায়নিক স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট ক্ষতিকর। অন্যদিকে, শাক-সবজি প্রতিদিনের খাদ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। চাষের ধান,গম থেকে শুরু করে শাক সবজি সবেতেই থাকে এইসব রাসায়নিক, যা প্রতিদিনের খাবারের সঙ্গে দেহে প্রবেশ করে।
advertisement

তবে ইদানিং কালে বিভিন্ন বায়ো-সার ব্যবহারের প্রচলন বেড়েছে। তবুও এইসব রাসায়নিকের চাহিদা রয়েই গিয়েছে। কারণ এতে ফলনে সময় লাগে। কিন্তু এই ভাবে প্রতিনিয়ত স্বাস্থ্য ক্ষতিগ্রস্থ হতে থাকে। তবে এই সমস্যার একদম যে সমাধান নেই তা নয়। সেক্ষেত্রে কোনও সবজি কাটার আগে জলে আধ ঘন্টা ডুবিয়ে রাখলে, তাতে অনেকটাই ক্ষতিকারক পদার্থ  বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

advertisement

আরও পড়ুন: বিনামূল্যে এবার অ্যাডভান্স কম্পিউটেশনাল টেকনিক কোর্স, মিলবে পরীক্ষার সুযোগ

পাশাপাশি, সবজি জলে ফোটানোর পর ১৮ – ৭১% অবধি রাসায়নিক বেরিয়ে যেতে পারে। তাই ভাপিয়েও ব্যবহার করতে পারেন সবজি তাহলে ৩৬ – ৯৯% পর্যন্ত রাসায়নিক বেরিয়ে যেতে পারে।

আরও পড়ুন: শীতে চেটেপুটে খাচ্ছেন নলেন গুড়, কিন্তু জানেন কি আপনার অজান্তেই মেশানো হচ্ছে ‘এই’ জিনিস! কিন্তু কেন? জানলে অবাক হবেন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

তবে এই বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গবেষক প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, “সবজি থেকে পতঙ্গ নাশক বিষের অংশ বের করতে গেলে, একমাত্র উপায় হল, ১০০ মিলিগ্রাম জলের সঙ্গে ৫ মিলিগ্রাম মাপের ভিনিগার কিংবা খাওয়া সোডা ২-৩ গ্রাম অনুপাতে মিশিয়ে যদি তার মধ্যে পরিমাণমতো সবজি ২০-৩০ মিনিট মত ডুবিয়ে রাখা হয়। তাহলে সবজি থেকে বিষের বেশিরভাগ অংশটাই বেরিয়ে যায়। এভাবে সবজিতে ব্যাকটেরিয়া সংক্রমণও কমানো যায়।”

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
শাক-সবজির সঙ্গে শরীরে ঢুকছে বিষাক্ত রাসায়নিক! রক্ষা পাবেন কীভাবে? জেনে নিন বিশেষজ্ঞের মত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল