ইতিমধ্যেই গরমের হাত থেকে বাঁচতে অনেকেই পাড়ি জমিয়েছেন উত্তরবঙ্গ। অনেকেই চাইছেন এই গরমে খানিকটা স্বস্তির জন্য পাহাড় থেকে ঘুরে আসতে। একটা সময় বাঙালির কাছে পাহাড় দর্শন মানেই ছিল দার্জিলিং কিংবা কালিম্পং। তবে বর্তমান সময়ে ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে এই শৈল শহরের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা একটু অচেনা পর্যটনকেন্দ্রগুলি।
advertisement
আপনিও কী গরমের ছুটিতে বেড়ানোর জন্য খুঁজছেন এমন কোনও অফবিট জায়গা? তাহলে আজ এই প্রতিবেদনে আপনাকে সেই জায়গারই খোঁজ দিতে চলেছি আমরা। আমাদের আজকের ডেস্টিনেশন দারাগাঁও (Daragaon)। পাহাড়ে ঘেরা এই ছোট্ট গ্রামটি খুবই মনমুগ্ধকর। এই এলাকার চারপাশ জুড়ে রয়েছে লম্বা লম্বা পাইন গাছ। এছাড়াও তিস্তা নদী এখানকার অন্যতম আকর্ষণ। এই গ্রাম ঘিরে আছে সিঙ্কোনা গাছ।
আরও পড়ুন: কাঠফাটা গরমে 'কম্বল' বিক্রি...? বৃদ্ধের কাণ্ডে তোলপাড় নেটপাড়া! কারণ শুনে চক্ষুচড়কগাছ!
উপরি পাওনা কাঞ্চনজঙ্ঘা। এই জায়গাতে আপনারা দর্শন করতে পারবেন কাঞ্চনজঙ্ঘা। টাইটানিক ভিউ পয়েন্ট রয়েছে খুব কাছেই। আপনার মন জয় করার জন্য সেখানে দাঁড়িয়ে রয়েছে সারি সারি পাহাড়। কালিম্পং, লাভা, লোলেগাঁও কিংবা পেডং এর মতো ভিউ পয়েন্ট পেয়ে যাবেন দারাগাঁও থেকেই। এছাড়াও এখানে রয়েছে ট্রেকিং করার সুবিধা। কাছেই ডেলো পাহাড়। ইচ্ছে করলেই ঘুরে আসা যায়।
এই জায়গায় দারুণ ছিমছাম ও সুন্দর কিছু হোম স্টে রয়েছে থাকার জন্য। বারোশো টাকা প্রতি রাত্রি পিছু খরচে আপনি থাকতে পারেন। দারাগাঁও শিলিগুড়ি থেকে ৮২ কিলোমিটার ও কালিম্পং থেকে ১৭ কিলোমিটার। শেয়ারে কিংবা গাড়ি বুক করে আপনারা সহজেই এই জায়গায় পৌঁছে যেতে পারেন। আর হারিয়ে যেতে পারেন মেঘরাজ্যে।