TRENDING:

বাসন ঝকঝকে রাখতে চান? এই ফেলে দেওয়া উপাদানই কাজ করবে ম্যাজিকের মত

Last Updated:

ফেলে দেওয়া চা পাতারও একাধিক গুণ রয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চা বানানোর পর মানুষ চা পাতাকে বর্জ্য মনে করে ফেলে দেয় কিন্তু এই ফেলে দেওয়া চা পাতাও বিভিন্ন কাজে ব্যবহৃত হতে পারে।
advertisement

ফেলে দেওয়া চা পাতারও একাধিক গুণ রয়েছে। রোজকার জীবনে একাধিক কাজে ব্যবহার করা যেতে পারে এই উপাদান। আসুন জেনে নেওয়া যাক ঠিক কী কী কাজে ব্যবহৃত হতে পারে এই উপাদান-

আরও পড়ুন: সুস্থ, সতেজ, রোগমুক্ত থাকার একমাত্র চাবিকাঠি এই উপাদান, এর মায়াবী গুণে বয়সও বাড়বে না, জানুন

advertisement

ভাল সার হিসাবে ব্যবহৃত হতে পারে- ফেলে দেওয়া চায়ের পাতাকে ভাল সার হিসাবে ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে ব্যবহার করা চায়ের পাতা রোদে শুকিয়ে নিয়ে গাছের মাটিতে দিতে হবে।

বাসন মাজা- চা পাতা একটি বাটিতে জমিয়ে রেখে দিতে হবে। এবার বাসন মাজার সময়ে এই পাতা বাসন মাজার সাবানে সামান্য মিশিয়ে মাজতে হবে। এতে বাসন নিমেষেই সোনার মত চকচক  করবে।

advertisement

আরও পড়ুন: সামনেই চার হাত এক হচ্ছে? বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখুন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

গ্যাস বার্নার পরিষ্কার-  চা পাতা দিয়ে গ্যাস বার্নার পরিষ্কার করলে তাও চকচক করবে।  একটি পাত্রে অবশিষ্ট চা পাতা সিদ্ধ করতে হবে। তারপর এতে ডিশওয়াশ পাউডার মিশিয়ে আঠালো বার্নার ভাল করে মাজতে হবে। মুহূর্তেই পরিষ্কার হয়ে যাবে চটচটে ময়লা গ্যাস বার্নার।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
বাসন ঝকঝকে রাখতে চান? এই ফেলে দেওয়া উপাদানই কাজ করবে ম্যাজিকের মত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল