বেকিং সোডা :
বেকিং সোডা রান্না ছাড়াও নানা কাজে দারুণ কাজ করে৷ একটি পাত্রে কিছুটা বেকিং সোডা রেখে দিন বাথরুমে৷ দুর্গন্ধ দূর হবে৷
লেবু:
কয়েকটা লেবুর টুকরো বা লেবুর রস রাখুন একটি পাত্রে বাথরুমের জানালার পাশে৷ এতে দুর্গন্ধ দূর হয়ে সুগন্ধে ভরে থাকবে বাথরুম৷
advertisement
লবঙ্গ ও পুদিনাপাতা:
কয়েকটা লবঙ্গদানা এবং পুদিনাপাতা একসঙ্গে গুঁড়ো করে ওই মিশ্রণ বাথরুমে রেখে দিন খোলা পাত্রে৷ দুর্গন্ধকে বিদায় জানাতে সময় লাগবে না৷
কর্পূর ও কমলালেবুর খোসা:
কিছুটা কর্পূর ও কমলালেবুর খোসা রাখুন বাথরুমে৷ এতে বাথরুমের দুর্গন্ধ আর থাকবে না৷
টিব্যাগ:
পুরনো টিব্যাগ ফেলবেন না৷ এসেনশিয়াল অয়েলে চুবিয়ে কাচের পাত্রে রেখে দিন বাথরুমে৷ আপনার সমস্যার সমাধান হবে নিমেষে৷
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (ছবি-নেটমাধ্যম)