সৌন্দর্য বাড়াতে পায়ের নখেরও কিন্তু যথেষ্ট ভূমিকা রয়েছে। লম্বা লম্বা আঙুল হলে তো কথাই নেই। তেমন নখে যদি নেইল আর্ট করা হয়, পুরো জমে ক্ষীর। সাজ খোলতাই হবে আরও। তবে হ্যাঁ, এসব করাতে নেইল আর্ট পার্লারে যাওয়াই দস্তুর। কিন্তু এখানে এমন কিছু ডিজাইনের কথা বলা হল যেগুলো বাড়িতে বসে নিজেই করে নেওয়া যায়। এতে পকেটে টানও পড়বে না। তাহলে আর অপেক্ষা কীসের!
advertisement
গ্রাফিক নেইল আর্ট ডিজাইন: এই ধরনের নেইল আর্ট দেখতে খুবই ইউনিক। কিন্তু বাড়িতে বসে সহজেই করা যায়। পার্লারে যাওয়ার দরকার নেই। এটা ইনস্টল করাও খুব সহজ। এ ধরনের নকশা তৈরি করতে টুথপিক ব্যবহার করাই ভাল। তবে পাকা হাত হলে সুতো দিয়েও এমন ডিজাইন ফুটিয়ে তোলা যায়।
স্ট্রিপড নেইল আর্ট ডিজাইন: এই ধরনের নেইল আর্ট করা সবচেয়ে সহজ। দেখতেও সুন্দর লাগে। এই লুক তৈরি করতে প্রথমে পায়ের নখে বিভিন্ন রঙের নেইল পেইন্ট লাগাতে হবে। তারপর ঠিক বিপরীত রঙ দিয়ে তৈরি করতে হবে ডোরাকাটা চেহারা। তাহলেই হাতে গরম মিলবে স্ট্রিপড নেইল আর্ট ডিজাইন।
পায়ের নখেই হৃদপিণ্ড: পায়ের নখে আঁকা হয় হার্ট সাইন। ইদানীং ব্যাপক জনপ্রিয় হয়েছে এই ধরনের নেইল আর্ট। নতুন কিছু করতে চাইলে এই নকশা একেবারে আদর্শ। এ জন্য প্রথমে পছন্দ মতো নেইল পেইন্ট দিয়ে রাঙাতে হবে নখ। তারপর ঠিক উল্টো রঙ ব্যবহার করে হার্টের নকশা ফুটিয়ে তুলতে হবে।
পায়ে পায়ে জংলি পাতা: এটা খুব সহজ নকশা। মাত্র ৫ মিনিটে তৈরি করা যায়। প্রথমে পায়ে নেইল পেইন্ট লাগাতে হবে। তারপর টুথপিকের সাহায্যে বিপরীত রঙ দিয়ে আঁকতে হবে ডাল আর পাতা। শুধু বুড়ো আঙুলে করলেই যথেষ্ট।
মাল্টি কালার নেইল আর্ট ডিজাইন: যাঁরা প্রথমবার নেইল পেইন্ট করছেন তাঁদের জন্য এই ডিজাইন আদর্শ। এতে শুধু পায়ের নখে বিভিন্ন রঙের নেইল পেইন্ট লাগালেই হবে। আর কিছু করার দরকার নেই। কিন্তু দেখতে আকর্ষণীয় লাগে। পোলকা ডট নেইল আর্ট ডিজাইন করতে কালো এবং সাদা বা গোলাপি এবং কালো বা গোলাপি এবং সাদা রঙ ব্যবহার করা যায়।