TRENDING:

কিভাবে সেলফি তুললে হবে নিখুঁত, জানেন?

Last Updated:

ভালো সেলফি তুলতে হলে, শুধু দামী মোবাইলের অত্যাধুনিক ক্যামেরা নয়, চাই আরও বেশ কিছু পারফেক্ট ফ্যাক্টর ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রবাদে আছে জো দিখতা হ্যায়, উহ বিখতা হ্যায় ৷ আর দেখার ব্যাপারটা একেবারেই আপনার হাতে ৷ হাত মানেই মোবাইল, আর মোবাইল মানেই সেলফি ৷ ক্যামেরা ধরে একটু হাসলেন কিংবা ঠোঁট বেঁকালেন, টাচ করতেই উঠে গেল সেলফি ৷ তারপর বিস্তর ফোটোশপ, এডিটিং ৷ সোশ্যাল নেটওয়ার্কিংয়ে আপলোড করতেই প্রচুর লাইক ! কিন্তু জানেন কি? ভালো সেলফি তুলতে হলে, শুধু দামী মোবাইলের অত্যাধুনিক ক্যামেরা নয়, চাই আরও বেশ কিছু পারফেক্ট ফ্যাক্টর ৷ পর্যাপ্ত আলোর সঙ্গে আপনার পরনেও থাকা চাই ঠিকঠাক পোশাক!
advertisement

নিখুঁত সেলফির সঙ্গে সঙ্গে নিজেকে সুন্দর দেখানোর জন্য বাছতে হবে ঠিকঠাক রঙের পোশাক ৷ সাদা পোশাক, কালো পোশাক একেবারেই নয় ৷ বরং উজ্জ্বল রঙকে দিন গ্রিন সিগনাল ৷ গায়ের রঙ যেমনই হোক না কেন, কমলা, লাল, সবুজ, হলুদ সেলফিকে উজ্জ্বল করতে একেবারে ঠিকঠাক ৷

সুতির পোশাকের তুলনায় রেশমি পোশাক পরে সেলফি তুলুন, আরও ঝকঝকে দেখাবে আপনাকে ৷

advertisement

সুতির কাপড় পরে সেলফি তুলতে হলে, ছবি তোলার সময় ক্যামেরাটা রাখুন একটু বেশি দূরে ৷ খেয়াল রাখুন আশেপাশে পর্যাপ্ত আলো আছে কিনা ৷

আরও পড়ুন 

৩৬৫ দিন সুস্থ থাকতে কুমড়োর কোনও বিকল্প নেই !

ওয়েস্টার্ন পোশাক পরে সেলফি তোলার সময়, বসে না থেকে ছবি তুলুন দাঁড়িয়ে ৷ তাতে দেহসৌষ্ঠবও ধরা পড়বে ক্যামেরায় ৷ ভারতীয় পোশাকের ক্ষেত্রে একেবারে উল্টোটি করুন ৷ তাতে আপনার পোশাকের সৌন্দর্যও সুন্দরভাবে ফুটে উঠবে সেলফিতে ৷

advertisement

বিয়ে বাড়িতে সেলফি তোলার সময়, ব্যাকগ্রাউন্ড ঠিকঠাক কিনা দেখে নিন ৷ আপনার পোশাকের সঙ্গে যেন ব্যাকগ্রাউন্ড এক না হয়ে যায় ৷

ছেলেদের জন্য কলারওয়ালা টি-শার্টে সেলফি তুলতে হলে কলারকে উঁচু করে দিন ৷ তাহলে সেলফি উঠবে কুল !

ফর্ম্যাল পোশাকে সেলফি তোলার সময় ক্যামেরা রাখুন শরীরের থেকে দূরে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

যে কোনও চেহারার, যেকোনও ফেস কাটের মানুষের জন্য সেলফির সেরা অ্যাঙ্গেল হল ৪৫ ডিগ্রি ৷ ডান বা বাঁ-হাতে ক্যামেরা ধরে হাতটি তুলে ধরুন ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলে ৷ তারপরই খচাৎ শব্দে ফোন বন্দি হবে সোশ্যাল মিডিয়াকে মাত করে দেওয়া সেলফি ৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
কিভাবে সেলফি তুললে হবে নিখুঁত, জানেন?