TRENDING:

ব্রণ সারাতে ঘরোয়া টিপস

Last Updated:

ব্রণ-ফুসকুরির হাত থেকে বাঁচতে রইল কয়েকটি ঘরোয়া টোটকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পুজো আসতে আর মাত্র কয়েকটা দিন ৷ চারিদিকে এখন পুজোর আমেজ ৷  পুজোর শপিং ইতিমধ্যেই সেরে ফেলেছেন অনেকে। কিন্তু জামা কাপড় পরলেন অথচ আপনার ত্বকে ব্রণ ও ফুসকুরি ভর্তি থাকলে কী ভালো লাগবে ? সুন্দর জামা কাপড়ের সঙ্গে সুন্দর মেক আপ ও উজ্জ্বল ত্বক সবাই চায় ৷ কিন্তু সুন্দর ত্বকে যখন ব্রণ দেখা দেয়, তখনই মাথাটা যায় খারাপ হয়ে। ব্রণর সমস্যা কম-বেশি সকলেরই হয়ে থাকে। মেকআপ করলে ব্রণের অবস্থা আরও খারাপ হয়ে যায়। কিন্তু পুজোর কটা দিনও মুখের মধ্যে ব্রণ-ফুসকুরি নিয়ে ঘুরতে কার ভালো লাগে ৷ কিন্তু এর থেকে মুক্তি পাবেন কী করে? অল্প সময়ে ব্রণ-ফুসকুরির হাত থেকে বাঁচতে রইল কয়েকটি ঘরোয়া টোটকা।
advertisement

১) অনেকের ত্বকে সমস্ত ধরণের প্রোডাক্ট সহ্য হয় না ৷ ফলে ব্রণ বা ফুসকুরি দেখা দেয় ৷ তাই যে কোনও প্রোডাক্ট ব্যবহার করার আগে দেখা নিন  ৷ সাধারণ মেকআপ ব্যবহার না করে নন-কমোডোজেনিক বা নন-অ্যাকনিজেনিক পণ্যগুলো ব্যবহার করতে পারেন। এই প্রোডাক্টে ত্বকের রোমকূপ বন্ধ হয় না ফলে ব্রণের হওয়ার সম্ভাবনা কমে যায় ৷

advertisement

২) দারচিনি গুঁড়ো মধুর সঙ্গে মিশিয়ে নিয়ে একটা পেস্ট তৈরি করুন । রাতে ঘুমতে যাওয়ার আগে ভাল করে মুখ পরিষ্কার করে পেস্টটা মুখে লাগান ৷  সকালে ঘুম থেকে উঠে উষ্ণ গরম জল দিয়ে মুখ ধুয়ে নেবে। তাহলেই দেখবেন ব্রণের সমস্যা থেকে মুক্তি পাবেন ৷

২) যারা প্রতিদিন মেকআপ করেন তারা পাউডার ধরণের মেকআপ কম ব্যবহার করুন। বদলে ওয়াটার বেসড লিকুইড মেকআপ বেছে নিন।

advertisement

৩) কাঁচা হলুদ ও নিম পাতা বেটে নিয়ে একটা পেস্ট তৈরি করে ব্রণর উপর লাগিয়ে আধঘণ্টা রেখে দিন। এর পর জল দিয়ে মুখ ধুয়ে নেবেন।

৪) ওয়াক্স আছে এমন পণ্য, অথবা স্টিক, প্যানকেক, পাউডার ধরণের ফাউন্ডেশনগুলো ব্যবহার না করাই ভালো কারণ এগুলো ব্রণের সম্ভাবনা বাড়িয়ে দেয়।

৬) ব্রণের সমস্যায় টম্যাটো খুব উপকারী। একটা গোটা টম্যাটোর খোসা ছাড়িয়ে পেস্ট করে নেবে। টম্যাটো পেস্ট মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে জল দিয়ে ধুয়ে নেবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

৭) কেবল ত্বক পরিষ্কার রাখলেই হবে না ৷ পাশাপাশি নিয়মিত পরিষ্কার রাখুন আপনার মেকআপ ব্রাশ এবং স্পঞ্জ। মাঝে মধ্যেই এগুলো পরিবর্তন করুন। পরিষ্কার না করলে আপনার ত্বকের ব্যাকটেরিয়া এবং অতিরিক্ত মেকআপ এগুলোতে লেগে থাকে। ফলে ত্বকে মারাত্মক ব্রণের উপদ্রব হতে পারে।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ব্রণ সারাতে ঘরোয়া টিপস