ত্বক বিশেষজ্ঞরা বলেন, অ্যালোভেরাতে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান। এটি মৃত কোষ দূর করতে সাহায্য করে। এই কারণে অ্যালোভেরার খোসা থেকে জেল বের করার পর ত্বকের দাগের উপর বৃত্তাকারে মালিশ করতে পারলে উপকার পাওয়া যায়। ৩০ মিনিট মালিশ করার সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।
লেবুতে রয়েছে আলফা-হাইড্রক্সি অ্যাসিড। যা দাগ দূর করতে সাহায্য করে। তাছাড়া, এটিও ত্বকের উপরে থাকা মৃত কোষ দূর করতে সাহায্য করে। পাশাপাশি নতুন কোষ তৈরি করতেও সাহায্য করে। সমপরিমাণ লেবুর রস, গোলাপজল বা ভিটামিন ই তেল আক্রান্ত স্থানে লাগিয়ে খানিকক্ষণ রেখে মৃদু গরম জল দিয়ে ধুয়ে ফেললে ত্বকে সতেজতা আসে।
advertisement
ভিটামিন ই ক্যাপসুল ত্বককে হাইড্রেট করে এবং ক্ষতিগ্রস্ত টিস্যু মেরামত করে। তবে এটি ব্যবহারের আগে গরম জলের ভাপ নেওয়া ভাল। তাতে রোমকূপে মুখগুলি খুলে যাবে। ভিটামিন ই ক্যাপসুল থেকে তেল বের করে দাগের উপর লাগিয়ে কয়েক মিনিট ম্যাসাজ করতে হবে। তারপর হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে।
টি-ট্রি অয়েলও ত্বকের জন্য ভাল। এর অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান ত্বক রক্ষা করতে সাহায্য করে। এই জন্য ২ টেবিল চামচ জলে ৪ ফোঁটা টি-ট্রি অয়েল মিশিয়ে দাগযুক্ত স্থানে লাগিয়ে রাখতে হবে। এতে ত্বকে একটা উজ্জ্বল আভা আসবে। জলের পরিবর্তে বাদাম তেলও ব্যবহার করা যেতে পারে। তবে এই তেল কখনও পাতলা না করে ব্যবহার করা উচিত নয়।