পোশাকের সঙ্গে মিলিয়ে চামড়ার ব্যাগ ও জুতো আমাদের নিমেষের মধ্যে কেতাদুরস্ত করে তুলতে পারে ৷ পুরুষ মহিলা নির্বিশেষে আমরা সকলেই কমবেশি চামড়ার ব্যাগ ও জুতো ব্যবহার করি ৷ আসুন, জেনে নিই বর্ষায় কী করে ভাল রাখা যায় এই দুই চর্মজ অ্যাকসেসরিজকে ৷
# বাইরে থেকে এসে সঙ্গে সঙ্গে চামড়ার ব্যাগ তুলে রাখবেন না ৷ আগে কিছুক্ষণ সিলিং ফ্যানের নীচে রেখে শুকিয়ে নিন ৷ সরাসরি জল না লাগলেও বাতাসের আর্দ্রতাও শুকিয়ে নেওয়া প্রয়োজন ৷ আর চামড়ার ব্যাগে কিন্তু জলস্পর্শ নৈব নৈব চ ৷ এখন তো বাইরে থেকে এসে আমাদের জিনিসপত্র জীবাণুমুক্ত করার বাড়তি কাজ থাকছেই ৷ চামড়ার ব্যাগ তো ধুতে পারবেন না ৷ বরং জীবাণুনাশক স্প্রে ব্যবহার করতে পারেন ৷ তবে স্প্রে যেন ভাল ব্র্যান্ডের হয়, সেটা খেয়াল রাখবেন ৷ নয়তো ব্যাগে দাগ ছোপ ধরে যেতে পারে ৷
advertisement
# প্রচণ্ড উত্তাপে চামড়ার জিনিসের খুব ক্ষতি হয় ৷ তাই হিটারের কাছে বা সরাসরি রোদে চামড়ার ব্যাগ রাখবেন না ৷
# নির্দিষ্ট সময় পর পর চামড়ার ব্যাগ পালিশ করানো খুবই জরুরি ৷ পালিশ করানোর উপাদান নিয়ে কোনও আপস করাবেন না ৷ পালিশের ফলে আর্দ্রতা থেকে ব্যাগ রক্ষা পায় ৷ চামড়ার মধ্যে যে স্বাভাবিক তেল থাকে, তার ভারসাম্য রক্ষা করা যায় ৷ ব্যাগের উজ্বলতা বজায় থাকে ৷ বৃদ্ধি পায় তার আয়ুষ্কালও ৷
# চামড়ার ব্যাগ কখনও ঝুলিয়ে রাখবে না ৷ এতে ব্যাগের আকৃতি নষ্ট হয়ে যায় ৷ সবসময় পাতলা কাপড়ে মুড়ে রাখার চেষ্টা করবেন ৷ নতুন ব্যাগে যেরকম পুরনো কাগজ দলা পাকিয়ে ভরা থাকে, সেভাবেই যদি প্রত্যেক বার ব্যবহারের পর রাখতে পারেন, তা হলে ব্যাগের আকার আকৃতি বজায় থাকবে ঠিকমতো ৷
ব্যাগের মতো চামড়ার জুতোরও খেয়াল রাখতে হবে বর্ষাকালে ৷
# জুতো থেকে শুকিয়ে যাওয়া কাদা তুলতে ব্যবহার করুন পুরনো ব্রাশ ৷
# পরুন বা না পরুন, চামড়ার জুতো নিয়মিত পালিশ করবেন ৷ নিয়মিত সযত্ন পালিশ জুতোর ঔজ্বল্য ধরে রাখে ৷ আর্দ্রতা থেকে জুতোকে দূরে রাখে ৷
# বাইরে থেকে এসেই জুতোকে শু-কেবিনে ঢুকিয়ে দেবেন না৷ ব্যাগের মতো জুতোকেও কিছুক্ষণ ফ্যানের নীচে শুকিয়ে নিন ৷ খুব ভাল হয় যদি জুতোর ভিতরেও পুরনো কাগজ ভরে রাখতে পারেন ৷ সেইসঙ্গে জুতোকে কাপড়ের কভারে ঢুকিয়ে তার পর শু-কেবিনে রাখুন ৷
# বর্ষাকালে চামড়ার জুতোয় সহজেই ছত্রাক বাসা বাঁধে ৷ তাই নিয়মিত জুতো পরিষ্কার রাখতে হবে ৷ পুরনো ব্রাশে মাইল্ড সাবান অথবা শ্যাম্পু লাগিয়ে ঘষে ঘষে জুতো পরিষ্কার রাখুন ৷ তা হলে ছত্রাক আক্রমণ রোধ করা যাবে ৷
# বাইরে বেরতে না হলেও অ্যাকসেসরিজের দেখভাল করার অভ্যাসটুকু অন্তত বজায় রাখুন ৷