কনুইয়ের ভাঁজে
সুগন্ধি লাগাতে গিয়ে আমাদের রিস্টে বা হাতের উল্টোদিকের কথাই সাধারণত মাথায় আসে। কিন্তু এক্ষেত্রে সবচেয়ে ভালো জায়গা হতে পারে কনুই। কনুইয়ের ভাঁজে তৈরি হওয়া তাপ অনেক সময় ধরে পারফিউমের গন্ধ ধরে রাখতে পারে।
কানের পিছনে
আমাদের কানের পিছনের অংশ সাধারণত তৈলাক্ত প্রকৃতির হয়। এই তৈলাক্ত অংশই সুগন্ধ ধরে রাখতে সক্ষম। কানের পিছনে কিছুটা ওপরের দিকে সামান্য একটু পারফিউম স্প্রে করলেই সারা দিন সুগন্ধ উপভোগ করা যায়।
advertisement
নাভির সামনের অংশে
আমাদের শরীরের এই নাভির সামনের অংশেই বেশি ঘাম তৈরি হয়। কিন্তু জানেন কি পারফিউমের মিষ্টি গন্ধ এখানেই সবচেয়ে বেশিক্ষণ স্থায়ী হয়? সুতরাং এর পর থেকে পারফিউম লাগাতে হলে এই জায়গার কথা ভুলে গেলে চলবে না।
হাঁটুর ভাঁজে
ঠিক যেমন ভাবে আমাদের কনুইয়ের পেছনে ঘাম জমে, হাঁটুর ক্ষেত্রেও একই ব্যাপার ঘটে। তাই কনুইয়ের পাশাপাশি হাঁটুর ভাঁজেও পারফিউম লাগাতে হবে। শরীরের অন্যান্য অংশের তুলনায় এটি বেশি অয়েলি হয় বলে অনেকক্ষণ সুগন্ধ ধরে রাখতে সক্ষম!