TRENDING:

ট্রায়াল রুমে গোপন ক্যামেরা রয়েছে ? জানবেন কী করে....

Last Updated:

আপনার অজান্তেই কেউ আপনার উপর নজর রাখছে অন্য একজন ৷ কিন্তু কী করে বুঝবেন ট্রায়াল রুমে ক্যামেরা লুকিয়ে রাখা হয়েছে ? দেখে নিন...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: একাধিকবার মহিলাদের ট্রায়াল রুমে ক্যামেরা লুকিয়ে রাখার ঘটনা বহুবার প্রকাশ্যে এসেছে ৷ বুঝতে না পেরে মহিলাদের এর শিকার হতে হয়েছে ৷ ট্রায়াল রুমের আড়াল থেকে কখন মহিলাদের আপত্তিকর ছবি বা ভিডিও তোলা হচ্ছে তার টেরও পাওয়া যায় না ৷
advertisement

বেশিরভাগ সময় এই ভিডিও বা ছবি ব্ল্যাকমেলের জন্য ব্যবহার হয়ে থাকে ৷ আপনার অজান্তেই কেউ আপনার উপর নজর রাখছে অন্য একজন ৷ কিন্তু কী করে বুঝবেন ট্রায়াল রুমে ক্যামেরা লুকিয়ে রাখা হয়েছে ? দেখে নিন...

১. ট্রায়ালরুমে লাগানো কাঁচের উপর এই পরীক্ষা করুন -

advertisement

প্রথমে ট্রায়াল রুমে বা বাথরুমে লাগানো কাঁচো ভালো করে পরীক্ষা করে নিন ৷ কাঁচের উপর একটি আঙুল রাখুন ৷ যদি দেখেন কাঁচের উপর রাখা আঙুল ও আয়নায় দেখতে পাওয়া আঙুলের মধ্যে কোনও গ্যাপ দেখতে পান তাহলে বুঝবেন সব ঠিক আছে ৷ কিন্তু যদি কাঁচের উপর রাখা আঙুল ও আয়নায় দেখতে পাওয়া আঙুলের মধ্যে কোনও গ্যাপ দেখতে না পাওয়া যায় তাহলে বুঝবেন আয়নার পিছন থেকে আপনার উপর কেউ নজর রাখছে বা কেউ আয়নার পিছনে ক্যামেরা লুকিয়ে রেখেছে ৷

advertisement

২. মন দিয়ে শুনুন-

আজকাল বাজারে এমন ফোন পাওয়া যাচ্ছে যা অ্যাক্টিভিটি ট্র্যাক করে অন হয়ে যায় ৷ ফোনটি আপনাকে অন বা অফ করতে হয় না ৷ তাহলে কী করে বুঝবেন ট্রায়াল রুমের ভিতরে এমন কোনও ফোন রাখা রয়েছে কিনা ৷ এই ফোন বা ডিভাইস অন হওয়ার সময় একটি আওয়াজ শোনা যায় ৷ অনেকসময় আওয়াজটি ভাইব্রেশনের মতো শানা যায় ৷ তাই ট্রায়াল রুমে প্রবেশ করার সময় খেয়াল রাখবেন যে এরকম কোনও শব্দ শোনা যাচ্ছে কিনা ৷

advertisement

৩. ট্রায়ালরুমের রেকি করুন-

ট্রায়ালরুমে ঢুকে সমস্ত লাইট বন্ধ করে দিন ৷ এরপর চারিদিকে তাকিয়ে দেখুন ৷ কোথাও লাল বা সবুজ লাইট দেখা যাচ্ছে কিনা ৷ এরকম লাইট দেখা গেলে বুঝে যাবেন যে সেখানে ক্যামেরা লুকিয়ে রাখা হয়েছে ৷

৪. ট্রায়ালরুমে রাখা জিনিসের উপর নজর রাখুন-

advertisement

আজকাল এরকম বহু ক্যামেরা পাওয়া যায় যা হ্যাঙ্গার, ক্যাপ, চশমা, পেন, হুক, জুতো, বেল্ট এমনকি ইলেকট্রিক প্লাগেও লুকিয়ে রাখা যেতে পারে ৷ এই ক্যামেরা এত ছোট হয় যে সহজে তা দেখতে পাওয়া যায়না ৷ তাই ভালো করে চারপাশের জিনিসগুলি খতিয়ে দেখেন ৷

৫. ক্যামেরা ফাইন্ডার অ্যাপ-

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

হিডেন ক্যামেরা ডিটেক্টরের সাহায্যে ট্রায়াল রুমে লাগানো ক্যামেরা হদিশ পেতে পারবেন খুব সহজেই ৷ কোনও পাবলিক বা প্রাইভেট এলাকায় গিয়ে এই অ্যাপটি অন করে নিন ৷ আপনি অ্যাপটি অন করতেই আপনার স্ক্রিন স্টার্ট ডিটেক্টরের অপশন দেখা যাবে ৷ এই অপশন অন করতেই লুকিয়ে রাখা ক্যামেরার স্ক্যানিং করতে শুরু করে দেয় অ্যাপ ৷ যে জায়গায় লুকোনো ক্যামেরার মাধ্যমে রেকর্ডিং করা হচ্ছে সেখানে আপনার ফোনে লাল বা কালো লাইট জ্বলতে শুরু করে দেবে ৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ট্রায়াল রুমে গোপন ক্যামেরা রয়েছে ? জানবেন কী করে....
Open in App
হোম
খবর
ফটো
লোকাল