গ্লিসারিন আর লেবুর রস: গ্লিসারিন ত্বককে হাইড্রেটেড রাখে। আর লেবুর রস পরিষ্কার করবে পা। এর সঙ্গে ব্যবহার করতে হবে ভেসলিন। তাহলেই হাতেনাতে ফল মিলবে। এই মিশ্রণ তৈরি করতে লাগবে ২ টেবিল চামচ গ্লিসারিন, ২ চা চামচ লেবুর রস এবং গরম লাগে। এবার আসা যাক এই মিশ্রণ ব্যবহারের পদ্ধতিতে। প্রথমে অন্তত ২০ মিনিট গরম জলে পা ডুবিয়ে রাখতে হবে। তারপর মুছে নিতে হবে ভাল করে। এতে পায়ের নোংরা, ময়লা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। এবার একটা পাত্রে গ্লিসারিন আর লেবুর রস মিশিয়ে একটা পেস্ট বানিয়ে সেটা লাগাতে হবে পায়ে। পেস্টটা রাতে শোবার আগে লাগানোই ভাল। পরদিন ধুয়ে নিলেই হবে। প্রতিদিন এই পেস্টটা লাগালে দ্রুত ফল মিলবে।
advertisement
মধু: পা পরিষ্কার করতে মধুর ব্যবহার বহু প্রাচীন। এ জন্য লাগবে ২ টেবিল চামচ মধু এবং গরম জল। প্রথমে পা ভালো করে ধুয়ে মুছে নিতে হবে। তারপর একটা পাত্রে হালকা গরম জলে ২ টেবিল চামচ মধু মিশিয়ে সেটা পায়ে লাগাতে হবে। শুকোনোর জন্য আধ ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে পা।
আরও পড়ুন : লেস, প্রিন্ট বা এমব্রয়ডারি, নতুন পোশাকের সঙ্গে বাছুন সঠিক অন্তর্বাস, রইল তারই হদিশ
ভেসলিন আর আটা: শুধু পা পরিষ্কার নয়, ফাটা গোড়ালি নিরাময়েও এটা দারুণ কার্যকর। আটা ত্বককে নরম রাখে। আর ভেসলিন ফাটা ত্বক নিরাময় করে। এ জন্য লাগবে ২ টেবিল চামচ আটা, ২ টেবিল চামচ ভেসলিন এবং গোলাপ জল। প্রথমে একটা পাত্রে আটা আর গোলাপ জল ভাল করে মেশাতে হবে। তারপর তাতে দিতে হবে ভেসলিন। এবার সবকটা উপাদান মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। পা ধুয়ে মুছে নেওয়ার পর লাগাতে হবে ভেসলিন, আটা ও গোলাপ জলের পেস্ট। শুকোনোর জন্য ২০ মিনিট রেখে তারপর ধুয়ে ফেলতে হবে পা। সপ্তাহে ৩ দিন ব্যবহার করলেই ফল মিলবে হাতেনাতে।
আরও পড়ুন : পুজোর ভিড়ে সোনা পরে ঘোরা নিরাপদ নয়, বরং সেজে উঠুন কাগজের গয়নায়
কলা: কলায় অ্যান্টিঅক্সিড্যান্ট বৈশিষ্ট রয়েছে। ত্বকের জন্য এটা দারুণ উপকারী। এই পেস্ট তৈরি করতে লাগবে ২টো বড় কলা আর গোলাপ জল। কলা মিস্কিতে পিষে পেস্ট তৈরি করে নিতে হবে। এবার তাতে গোলাপ জল মিশিয়ে লাগাতে হবে পায়ে। শুকিয়ে গেলে ধুয়ে নিলেই হবে।