TRENDING:

পেঁয়াজ কাটার সময় চোখের জল আটকাবেন কীভাবে, পড়ুন...

Last Updated:

সুস্বাদু রান্না খেতে কে না ভালবাসেন ? রান্না করাটাও অনেকেরই হবি ৷ বেশিরভাগ জনের কাছেই সবচেয়ে বিরক্তির বিষয় পেঁয়াজ কাটা ৷ কারণ পেঁয়াজ কাটতে গেলেই ঝাঁঝে দু’চোখ দিয়ে জল গড়িয়ে পরে ৷ সহজেই না কেঁদে পেঁয়াজ কাটতে পারবেন আপনিও ৷ জেনে নিন কিছু সহজ উপায় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুস্বাদু রান্না খেতে কে না ভালবাসেন ? রান্না করাটাও অনেকেরই হবি ৷ কিন্তু রান্নাবান্না করার আগে পোয়াতে হয় অনেক ঝক্কি ৷ যোগাড় যন্ত্র করতেই নাজেহাল হন বাড়ির কর্তী ৷ বেশিরভাগ জনের কাছেই সবচেয়ে বিরক্তির বিষয় পেঁয়াজ কাটা ৷ কারণ পেঁয়াজ কাটতে গেলেই ঝাঁঝে দু’চোখ দিয়ে জল গড়িয়ে পরে ৷ সহজেই না কেঁদে পেঁয়াজ কাটতে পারবেন আপনিও ৷ জেনে নিন কিছু সহজ উপায় ৷
advertisement

১. পেঁয়াজের গোড়ার অংশটা (যেখানে মূল থাকে) কেটে ফেলে দিন। সেই সঙ্গে পেঁয়াজের উপরের লেয়ারটা ফেলে দিন। কেননা বেশির ভাগ এনজাইম থাকে এই গোড়ায় ও ওপরের লেয়ারে।

২. পেঁয়াজের শুকনো খোশা ছাড়িয়ে টুকরো করে জলে ভিজিয়ে রাখুন। বেশ খানিকটা সময় পর জল বদলে ভাল করে ধুয়ে নিয়ে তারপর কাটুন, চোখ জ্বলবে না। ঠাণ্ডা জল দিয়ে ভিজিয়ে রাখতে পারলে আরও ভাল হবে। জলে নিঃসৃত এনজাইম ধুয়ে যাবে, ফলে চোখ জ্বলবে না।

advertisement

৩. পেঁয়াজের শুকনো খোশা ছাড়িয়ে নিয়ে আধ ঘণ্টার মতো ফ্রিজে রেখে দিন। তারপর ভাল করে ধুয়ে নিয়ে টুকরো করুন বা কুচি করুন।

৪. চপিং বোর্ডে ভিনেগার লেগিয়েয়ে নিয়ে তারপর পেঁয়াজ কাটুন। ভিনেগারের অ্যাসিড এনজাইমকে নিষ্ক্রিয় করে দেয়।

৫. পেঁয়াজ কাটার সময়ে কাছে একটি মোমবাতি জ্বালিয়ে রাখতে পারেন। আগুনের শিখা পেঁয়াজ থেকে নির্গত এনজাইমকে আকর্ষণ করবে ৷

advertisement

৬. ধারালো ছুরি বা বটি ব্যবহার করুন পেঁয়াজ কাটার সময়ে। কেননা এতে কোষগুলো কম ক্ষতিগ্রস্ত হবে, ফলে এনজাইম কম বার হবে আর চোখও কম জ্বলবে।

৭. পেঁয়াজ কাটার সময় জোরে ফ্যান চালিয়ে নিন। এতে পেঁয়াজ থেকে বার হওয়া এনজাইমের ঝাঁঝ আপনার চোখ পর্যন্ত পৌঁছাতে পারবে না।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

৮. পেঁয়াজ নুন জলে ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। তারপর কাটুন।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
পেঁয়াজ কাটার সময় চোখের জল আটকাবেন কীভাবে, পড়ুন...