TRENDING:

অনলাইনে শীতের জুতো কিনবেন? এই জিনিসগুলো মাথায় রাখলে আর ঠকবেন না!

Last Updated:

Online Shopping : অনলাইনে জুতো কেনার কিছু ট্রিক আছে। সেগুলো মেনে চললেই একবারে মাপে মাপ। কীভাবে? দেখে নেওয়া যাক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কেনাকাটা করতে কার না ভাল লাগে! তবে ঝামেলাও পোহাতে হয় বিস্তর। ভিড়ের মধ্যে গাদাগাদি করে দোকানে ঢোকা, দরদাম করা, ব্যাগপত্তর বয়ে বয়ে বাড়িতে আনা– ঝক্কি কম নয়। অনলাইন শপিং-এ এসব ঝামেলা নেই। বাড়িতে শুয়ে শুয়ে পছন্দের জিনিস অর্ডার করলে বাড়ি বয়ে দিয়ে যায় কোম্পানি। সময় ও পরিশ্রম দুই বাঁচে।
অনলাইন শপিং সাইটগুলো ইদানীং ব্যাপক জনপ্রিয়
অনলাইন শপিং সাইটগুলো ইদানীং ব্যাপক জনপ্রিয়
advertisement

স্বাভাবিকভাবে অনলাইন শপিং সাইটগুলো ইদানীং ব্যাপক জনপ্রিয়। একাধিক অফার এবং ডিসকাউন্টও দেয়। উৎসবের সময় তো, বটেই ঋতু অনুযায়ী বিভিন্ন অফারও থাকে। অনেকেই তাই প্রসাধনী, গয়না কিংবা পোশাক অনলাইনেই কেনেন। তবে এভাবে জুতো কেনাটা একটু ঝামেলার। কারণ পায়ের মাপের একটা ব্যাপার থাকে। কোম্পানি অনুযায়ী সেই মাপ আবার বদলেও যায়। অনলাইনে জুতো কেনার পর পায়ে না হলে তখন আরেক ঝক্কি। ফোন করো রে, ফেরত দাও রে…। অনলাইনে জুতো কেনার কিছু ট্রিক আছে। সেগুলো মেনে চললেই একবারে মাপেমাপ। কীভাবে? দেখে নেওয়া যাক।

advertisement

পায়ের সঠিক মাপ জানতে হবে: অনলাইনে এবং দোকানের জুতোর আকারের পার্থক্য আছে। তাই সবার আগে পায়ের সঠিক মাপ জানতে হবে। শীতকালে অনলাইনে জুতো কেনার সময় প্রথমেই দেখতে হবে, জুতোর চার্ট। কারণ অনেক অনলাইন ওয়েবসাইটে জুতো সংস্থাগুলি জানিয়ে দেয় যে যদি কারও ৭ নম্বর জুতো লাগে তাহলে অনলাইনে তার সাইজ কত হবে। সেই অনুযায়ী জুতো বাছতে হবে।

advertisement

আরও পড়ুন :  শীতে খান বুঝেসুঝে! মুলোর সঙ্গে এই ৫ খাবার খেলেই বিপদ, শরীর খারাপ হতে পারে!

মান যাচাই করে নিতে হবে: পছন্দ করা জুতো ভাল মানের কি না সেটাও যাচাই করে নিতে হবে। শীতের সময় একটু শক্ত জুতো কেনা হয়। যাতে অনেকবার পরা যায়। অনলাইনে কেনাকাটার সময় কোনও জুতো পছন্দ হলে, তার রিভিউ বা ফিডব্যাকও পড়ে নিতে হবে। এতে একটা ধারণা পাওয়া যায়। কতজন মানুষ সেই জুতো কিনেছেন, তাঁরা সেই জুতো পছন্দ করছেন কিনা, দাম ঠিক নিচ্ছে কি না এগুলো জানা যায়। সঙ্গে অন্যান্য ক্রেতারা সেই কোম্পানির জুতোকে কত রেটিং দিয়েছেন সেটাও চেক করতে হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় খড়ের গহনা সজ্জায় প্রতিমা সহ নানা চমক দিতে প্রস্তুত এই ক্লাব
আরও দেখুন

শীতে জুতো কিনলে এটা মাথায় রাখতে হবে: খেয়াল রাখতে হবে কোন ওয়েবসাইট কত ছাড় দিচ্ছে। এতে জানা যাবে যে কোম্পানির জুতো পছন্দ হয়েছে সেটা কোন অনলাইন সাইটে সবচেয়ে সস্তায় মিলছে। এছাড়াও বড় ব্র্যান্ডের জুতো কিনলে কতগুলো রঙের বিকল্প দিচ্ছে তাও দেখে নিতে হবে।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
অনলাইনে শীতের জুতো কিনবেন? এই জিনিসগুলো মাথায় রাখলে আর ঠকবেন না!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল