আপনার বাড়িতেই আছে এমন কয়েকটি জিনিস যা দিয়ে অতি সহজেই ঘর হবে তকতকে৷
শেভিং ক্রিম
দাড়ি কামানোর ক্রিম তো সবার বাড়িতেই থাকে৷ কিন্তু তা দিয়ে যে জিনিস পরিষ্কার হয় তা হয়তো অনেকেই জানেন না৷ কার্পেট জুয়েলারি বাথরুম সবই তকতকে হবে এই সামান্য উপকরণে৷ এমনকি গাড়িও পরিষ্কার করতে পারবেন এই জিনিস দিয়ে৷
advertisement
অলিভ অয়েল
এতদিন তো স্নানের পরে গায়ে মাখার জন্য অলিভ অয়েল ব্যবহার করেছেন৷ এবার পরিষ্কারের কাজে লাগান৷ কাঠের জিনিস খুবই ভাল পরিষ্কার হয় এটি দিয়ে৷ তাই আসবাবপত্র পরিষ্কারের কাজে লাগাতেই পারেন৷ এর কিছুক্ষণ পরে শুকনো করে মুছে ফেলুন৷ দেখবেন নতুনের মতো লাগছে৷
আরও পড়ুন : জেলে 'অপমানিত' পার্থ চট্টোপাধ্যায়! কেন হঠাৎ দুর্গাপূজায় 'না'? নেপথ্যে রয়েছে 'বড়' কারণ
লেবু-ভিনিগার
লেবু আর ভিনিগারের মিশ্রণ ঘর পরিষ্কারের জন্য বহুল ব্যবহৃত৷ এমনকি এটি ব্যবহার করলে সারা ঘরে সুগন্ধ ছড়াবে৷ তাই এই বিজয়ায় বাড়ি সাজান নতুনের মতো করে৷