TRENDING:

Skincare during pregnancy:অন্তঃসত্ত্বা অবস্থায় কোন কোন প্রসাধনী ব্যবহার করা নিরাপদ?

Last Updated:

Skincare during pregnancy: দ্বন্দ্ব আরও তীব্র হয় অন্তঃসত্ত্বা থাকাকালীন৷ ত্বক বিশেষজ্ঞরা বহু প্রসাধনী এ সময় একদম নিষেধ করে দেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অফলাইন বা অনলাইন, বাজারে এখন হরেক রকম প্রসাধনীর পশরা (Cosmetics)৷ কোনটা কিনব, আর কোনটা কিনব না, এই নিয়ে দ্বন্দ্ব চলতেই থাকে৷ এই দ্বন্দ্ব আরও তীব্র হয় অন্তঃসত্ত্বা থাকাকালীন (Pregnancy period)৷ ত্বক বিশেষজ্ঞরা বহু প্রসাধনী এ সময় একদম নিষেধ করে দেন৷ বিশেষ করে যে সব প্রসাধনীতে রেটিনল আছে, সেগুলি এ সময়ে ‘না’-এর তালিকায়৷ গর্ভস্থ শিশুর কথা ভেবেই এই সাবধানতা (Pregnancy friendly skincare)৷
এছাড়াও তিনি আরও বলেছেন, সন্তানসম্ভবা থাকাকালীন যদি কোনও মা কোভিডে আক্রান্ত হন তাহলে তাতে মায়ের মৃত্যু থেকে শুরু করে, উচ্চ রক্তচাপ, কিডনি লিভার জাতীয় অঙ্গের সমস্যা এমনকী প্রি-ম্যাচিওর বাচ্চার জন্মের আশঙ্কাও থাকছে।
এছাড়াও তিনি আরও বলেছেন, সন্তানসম্ভবা থাকাকালীন যদি কোনও মা কোভিডে আক্রান্ত হন তাহলে তাতে মায়ের মৃত্যু থেকে শুরু করে, উচ্চ রক্তচাপ, কিডনি লিভার জাতীয় অঙ্গের সমস্যা এমনকী প্রি-ম্যাচিওর বাচ্চার জন্মের আশঙ্কাও থাকছে।
advertisement

আরও পড়ুন : রসুইবাগানের চিরচেনা এই উপকরণের ফেসপ্যাক মাখুন, শীতে স্বল্প খরচেই ঝলমল করবে ত্বক

আবার অন্যদিকে, অন্তঃসত্ত্বা থাকাকালীন মহিলাদের ত্বকে প্রচুর পরিবর্তন হয়৷ অনেকেরই ব্রণ ও অ্যাকনের পরিমাণ বেড়ে যায়৷ তবে ব্রণর জন্য বাজারচলতি যে ওষুধ আছে, সেগুলির থেকে দূরে থাকার পরামর্শই দিয়েছেন বিশেষজ্ঞরা৷

আরও পড়ুন : দাম্পত্য বিঘ্নিত ঈর্ষার সবুজ চোখে? সমস্যা দূর করুন এই উপায়ে

advertisement

তাঁদের মতে এ সময় ঘরোয়া উপায়ে ব্রণ দূর করাই শ্রেয়৷ পিগমেন্টেশন রোধে তাঁদের পরামর্শ, জিঙ্ক অক্সাইড বেসড সানস্ক্রিন, যার এসপিএফ অন্তত ৩০ এবং আয়রন অক্সাইড ব্যবহারের জন্য৷

আরও পড়ুন : সুস্থতা ও রূপচর্চায় অপরিহার্য ভাতের মাড় ও চাল ভেজানো জল

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

সানস্ক্রিনের সঙ্গে অন্তঃসত্ত্বা মহিলারা মিশিয়ে নিতে পারেন ভিটামিন সি সিরাম৷ বেসিক ত্বক চর্চার পাশাপাশি ত্বকের পুষ্টিসাধনের জন্য তালিকায় রাখা যেতেই পারে বায়ো অয়েল৷ এছাড়া গ্লাইকোলিক এবং অ্যাজেলাইক অ্যাসিড, টপিক্যাল বেনজয়েল পারঅক্সাইড এবং টপিক্যাল স্যালিসাইক্লিক অ্যাসিডও রূপচর্চার উপাদান হিসেবে নিরাপদ৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Skincare during pregnancy:অন্তঃসত্ত্বা অবস্থায় কোন কোন প্রসাধনী ব্যবহার করা নিরাপদ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল