আরও পড়ুন : রসুইবাগানের চিরচেনা এই উপকরণের ফেসপ্যাক মাখুন, শীতে স্বল্প খরচেই ঝলমল করবে ত্বক
আবার অন্যদিকে, অন্তঃসত্ত্বা থাকাকালীন মহিলাদের ত্বকে প্রচুর পরিবর্তন হয়৷ অনেকেরই ব্রণ ও অ্যাকনের পরিমাণ বেড়ে যায়৷ তবে ব্রণর জন্য বাজারচলতি যে ওষুধ আছে, সেগুলির থেকে দূরে থাকার পরামর্শই দিয়েছেন বিশেষজ্ঞরা৷
আরও পড়ুন : দাম্পত্য বিঘ্নিত ঈর্ষার সবুজ চোখে? সমস্যা দূর করুন এই উপায়ে
advertisement
তাঁদের মতে এ সময় ঘরোয়া উপায়ে ব্রণ দূর করাই শ্রেয়৷ পিগমেন্টেশন রোধে তাঁদের পরামর্শ, জিঙ্ক অক্সাইড বেসড সানস্ক্রিন, যার এসপিএফ অন্তত ৩০ এবং আয়রন অক্সাইড ব্যবহারের জন্য৷
আরও পড়ুন : সুস্থতা ও রূপচর্চায় অপরিহার্য ভাতের মাড় ও চাল ভেজানো জল
সানস্ক্রিনের সঙ্গে অন্তঃসত্ত্বা মহিলারা মিশিয়ে নিতে পারেন ভিটামিন সি সিরাম৷ বেসিক ত্বক চর্চার পাশাপাশি ত্বকের পুষ্টিসাধনের জন্য তালিকায় রাখা যেতেই পারে বায়ো অয়েল৷ এছাড়া গ্লাইকোলিক এবং অ্যাজেলাইক অ্যাসিড, টপিক্যাল বেনজয়েল পারঅক্সাইড এবং টপিক্যাল স্যালিসাইক্লিক অ্যাসিডও রূপচর্চার উপাদান হিসেবে নিরাপদ৷
