বর্তমানের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাই এখন নানারকমের ভিডিওতে এইরকম সাংসারিক বদলের ছবিটাও উঠে আসে ৷ সম্প্রতি বুলেটের গতিতে ভাইরাল হওয়া এক Tiktok ভিডিও সোশ্যাল মিডিয়া মাতাচ্ছে ৷ সেই ভিডিওতে দেখা যাচ্ছে একটি মেয়ে স্বামীকে আরতি করে তার কপালে বিজয় তিলক এঁকে দিচ্ছে ৷ এ যেন সেই পুরনো দিনের রাজাদের যুদ্ধে যাওয়ার মতো বিষয় ৷ কিন্তু ভিডিওটির ট্যুইস্ট লুকিয়ে ঠিক এর পরেই ৷এরপরেই স্বামী তাঁর স্ত্রী -পা ছুঁয়ে প্রণাম করেন ৷ এরপরেও শেষ নয় ৷ পুরুষটি এরপর কলের ধারে অনেক বাসন নিয়ে তা মাজতে বসেন ৷ দেখে নিন সেই ভিডিওটি ...
advertisement
@balajiuser58♬ original sound - womancomedy
এইভিডিওটি দেখে প্রচণ্ড আনন্দে ভাসছেন নেটিজেনরা ৷ বালাজি সরলা নামের একটি টিকটক হ্যান্ডেল থেকে ভিডিওটি শেয়ার হয়েছে ৷ এই ভিডিও-র লাইকের সংখ্যা ২২ লক্ষ ৷ ভিডিওটির ভিউ হয়েছে ৪ কোটি ৫০ লক্ষ ৷
advertisement
Location :
First Published :
March 18, 2020 6:43 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
#Tiktiok: স্ত্রী-কে প্রণাম করে বাসন মাজতে গেলেন স্বামী, ভিডিও দুরন্ত ভাইরাল