TRENDING:

কেনা বডি স্প্রে নয়, দুর্গন্ধ দূর করুন এই হোমমেড ডিটক্স স্প্রে

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গরমে ঘামের দুর্গন্ধ খুবই বিরক্তিকর বিষয়৷ অন্যের গায়ের দুর্গন্ধ যেমন অস্বস্তি দেয়, তেমনই নিজের গায়ের গন্ধও যাতে অন্যদের বিব্রত না করে তা নিয়েও চিন্তিত থাকেন অনেকেই৷ ঘামের দুর্গন্ধ দূর করতে সুগন্ধী লাগানো ছাড়া উপায় নেই৷ কিন্তু বাজারচলতি অধিকাংশ সুগন্ধীরই থাকে খারাপ সাইড এফেক্ট৷
advertisement

ডিওডরান্ট বা বডি স্প্রে-তে থাকা ক্ষতিকারক রাসায়নিক থেকে ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে৷ বিশেষ করে মহিলাদের ব্রেস্ট ক্যানসার থেকে দূরে থাকতে বডি স্প্রে ব্যবহার না করাই ভাল৷ তার বদলে বাড়িতেই বানিয়ে নিন এই স্প্রে৷

কী কী লাগবে

অরগ্যানিক অ্যাপল সিডার ভিনিগার-১ টেবল চামচ

ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল-৪ ফোঁটা

রোজ ওয়াটার-আধ কাপ

advertisement

স্প্রে বটল

কীভাবে বানাবেন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

একটা কাপে অ্যাপল সিডার ভিনিগার ও ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন৷ এবার এর মধ্যে রোজ ওয়াটার মিশিয়ে নিন৷ এই মিশ্রণ স্প্রে বটলে ভরে নিন৷ রোদ বা গরম জায়গা থেকে দূরে রাখুন৷ স্প্রে করার আগে ভাল করে ঝাঁকিয়ে নিন৷ এই স্প্রে শুধু দুর্গন্ধ দূর করে তাই নয়, শরীর ও ত্বক ডিটক্স করে৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
কেনা বডি স্প্রে নয়, দুর্গন্ধ দূর করুন এই হোমমেড ডিটক্স স্প্রে