TRENDING:

মোদকের মজা এবার ক্যালোরির ভয় ছাড়াই, রইল চিনি ছাড়া মোদক তৈরির সহজ উপায়

Last Updated:

সৌভাগ্যের দেবতা গণেশের আরাধনায় জীবনে সুখ-সমৃদ্ধি আসে৷ তাই প্যান্ডেল হোক বা বাড়ি সুন্দর করে সাজিয়ে সিদ্ধিদাতার আরাধনা করুন, আর ভোগে রাখুন বাপ্পার প্রিয় মিষ্টি মোদক ৷ তবে এবার সুসাস্থ্যের দিকে নজর রেখে মোদক বানান চিনি ছাড়াই৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গণেশ চতুর্থী এলেই মন বলে পুজো প্রায় এসে গেছে৷ বুধবার গণপতির আরাধনায় রত  সবাই৷ সৌভাগ্যের দেবতা গণেশের আরাধনায় জীবনে সুখ-সমৃদ্ধি আসে৷ তাই প্যান্ডেল হোক বা বাড়ি সুন্দর করে সাজিয়ে সিদ্ধিদাতার আরাধনা করুন, আর ভোগে গণপতি বাপ্পার প্রিয় মিষ্টি মোদক রাখতে ভুলবেন না কিন্তু৷
advertisement

গণেশ ঠাকুরের প্রিয় এই মোদক খেতেও সত্যি অপূর্ব৷ বাপ্পার পছন্দের জবাব নেই৷ তাই বাপ্পার প্রসাদ পাওয়ার অপেক্ষায় থাকে ভক্তকূল৷ বিশেষত মিষ্টি প্রিয় বাঙালির তো মোদকের প্রতি আলাদাই আকর্ষণ৷ কিন্তু আজকের দিনে স্বাস্থ্য সচেতন বাঙালির মোদক প্রেমে বাধ সাধছে চিনি৷ মুশকিল আসান হয় যদি চিনি ছাড়া মোদক বানানো যায়৷ আপনার সমস্যার সমাধানে রইল চিনি ছাড়া মোদকের রেসিপি৷ এবার গণেশ আরাধনায় প্রাণ ভরে মোদক খান ,ক্যালোরির চিন্তা ছাড়াই৷

advertisement

আরও পড়ুন: গণেশ পুজোর দিনে তিথি ও সময়ের গুরুত্ব অপরিসীম, সৌভাগ্য-সমৃদ্ধি উপচে পড়ে

চিনি ছাড়া মোদক তৈরিতে লাগবে ১০০ গ্রাম শুকনো নারকেল, ১০০ গ্রাম কাজু , ১০০ গ্রাম কিসমিস, ১০০ গ্রাম আমন্ড এবং ১০০ গ্রাম পোস্ত ৷ এবার চিনি ছাড়াই আপনার মোদককে মিষ্টি করে তুলবে খেজুর৷ তাই সুগার-ফ্রি মোদকে লাগছে ৪০০ গ্রাম খেজুর ৷ খেজুরের বীজ গুলি ফেলে দিতে ভুলবেন না কিন্তু৷

advertisement

আরও পড়ুন: গণেশ চতুর্থীর বড় মুহূর্ত! পুজোর আগে মূর্তি কেনার সময় অবশ্যই বিষয়গুলি মাথায় রাখুন নইলে বিপদ বাড়বে

পদ্ধতি:

প্রথমে সমস্ত ড্রাই ফ্রুটসগুলি অর্থাৎ কাজু, কিসমিস, আমন্ড, আখরোট সহ শুকনো নারকেল এবং খেজুর গুলিকে ছোট-ছোট পিস করে নিন৷ এরপর কাজু, আখরোট এবং আমন্ড-সহ এই তিন রকম বাদামকে শুকনো খোলায় ১ থেকে ২ মিনিট একটু ভেজে নিন৷ সাবধান, পুড়ে যেন না যায়৷ ভাজা হলে একটি প্লেটে আলাদা করে তুলে রাখুন৷

advertisement

একইভাবে নারকেলগুলোকেও ভেজে নিন, যতক্ষন না হালকা বাদামি হচ্ছে৷ এরপর ওই একই কড়াইতে পোস্ত দিয়ে ঠিক একইভাবে হালকা করে ভেজে নিন ও আলাদা করে রাখুন৷ এখন শুকনো খোলায় ভেজে রাখা সবরকম বাদামগুলি আর নারকেল , পোস্ত সমেত গুঁড়ো করে নিন৷

এবার কড়াইতে ঘি গরম করে তাতে খেজুর এবং কিসমিস দিয়ে দিন৷ প্রায় মিনিট পাঁচেক ধরে নাড়ুন, যতক্ষন না খেজুর আর কিসমিস মিলে প্রায় থকথকে হয়ে যায়৷ হয়ে গেলে ঠান্ডা করতে দিন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

এখন আগে থেকে গুঁড়ো করে রাখা সমস্ত উপাদানের সঙ্গে খেজুর আর কিসমিসের মিশ্রনটিকে ভাল করে মিশিয়ে দিন৷ পুরো মিশ্রনটি কড়াইতে নিয়ে ২-৩ মিনিট ধরে একটু নাড়াচাড়া করুন৷ সব উপকরণ ভালভাবে মিশে গিয়ে বেশ ঘন মিশ্রণ হয়ে গেলে কড়া থেকে নামিয়ে নিন আর ঠাণ্ডা  করতে দিন৷ আপনি হাত দিতে পারছেন ততটা ঠাণ্ডা হলেই মোদক বানানো শুরু করুন৷ একেবারে নাড়ু বানানোর মতোই একইভাবে মিশ্রণের খানিকটা হাতে নিয়ে মোদকের আকারে গড়ুন অথবা মোদকের ছাঁচ থাকলে মিশ্রনটিকে সেই ছাঁচে ফেলুন৷ ব্যাস এইভাবে খুব সহজেই বানিয়ে ফেলুন সুগার-ফ্রি মোদক৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
মোদকের মজা এবার ক্যালোরির ভয় ছাড়াই, রইল চিনি ছাড়া মোদক তৈরির সহজ উপায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল