Ganesh Chaturthi 2022: গণেশ চতুর্থীর বড় মুহূর্ত! পুজোর আগে মূর্তি কেনার সময় অবশ্যই বিষয়গুলি মাথায় রাখুন নইলে বিপদ বাড়বে

Last Updated:

Ganesh Chaturthi 2022: গণেশ চতুর্থীর দিন এই মূর্তি বাড়িতে আনলে জীবন অত্যন্ত সুন্দর হবেন

প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
#কলকাতা: রাত পোহালেই গণেশ চতুর্থীর উৎসব শুরু এই সময়ে বাড়িতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে গণেশ বন্দনার ৷ সিদ্ধিদাতাকে স্মরণ করলে সমস্ত কাজই সুসম্পন্ন হয় কিন্তু গণেশ বন্দনার আগে মূর্তি কেনার সময় বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে ৷ হিন্দুধর্ম, শাস্ত্র, বাস্তুশাস্ত্র মতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে যা মনে করা হয় ৷
যদি সেই নিয়ম পালন না করা হয় সেই নিয়ম তবে হিতের পরিবর্তে বিপরীতই হতে পারে ৷ এই বছর অর্থাৎ ২০২২ সালে গণেশ চতুর্থী ৩১ অগাস্টে পড়েছে ৷ অত্যন্ত শুভ দিনে ঘরে ঘরে গণেশের বন্দনা করা হয়ে থাকে ৷ বাড়িতে এমন গণেশের মূর্তি রয়েছে যা নৃত্যের মুদ্রায় রয়েছে এই ধরনের গণেশের মূর্তি একেবারেই বাড়ি আনবেন না তাতে বাড়ির কলহ নিশ্চিত ভাবে বাড়বে ৷
advertisement
আরও পড়ুন:  Biswakarma Puja 2022 Rashifal: ভাদ্র সংক্রান্তিতে বিরাট সংযোগ! বিশ্বকর্মা পুজো বেশ কিছু মানুষের বাড়বে রক্তচাপ, দুর্গাপুজোর আগে ভাগ্যের বড়সড় পরিবর্তন!
তাই গণেশের এই ধরনের মূর্তি দেখলে এড়িয়ে যাওয়াটাই অত্যন্ত শ্রেয় ৷ বাড়িতে এমন সিদ্ধিদাতা গণেশের মূর্তি নিয়ে আসা যায় উচিৎ যেই মূর্তি গণেশের শুঁড় বাঁদিকে ব্যাঁকানো থাকবে, কেননা গণেশের শুঁড় যদি ডানদিকে ব্যাঁকানো থাকে সেক্ষেত্রে অনেক নিয়ম নিষ্ঠা মানতে হয় অতএব এই ধরনের মূর্তি বাড়িতে রাখার কথা মাথায় রাখলে চলবেনা ৷ বাড়িতে গণেশের মাটির মূর্তি রাখাই ভাল প্লাস্টার অফ প্যারিস বা অন্য কোনও অশুদ্ধ বস্তুর গণেশের মূর্তি রাখার থেকে ইকো ফ্রেন্ডলি মূর্তি রাখাটা অত্যন্ত জরুরি ৷ এটি কাছাকাছি বাজার বা অনলাইন প্ল্যাটফর্মেও পাওয়া যাবে ৷ বাড়িতে গণেশের বসে থাকা মূর্তি প্রতিষ্ঠিত করতে হবে ৷
advertisement
advertisement
আরও পড়ুন: Ganesh Chaturthi Zodiac Sign 2022: সিদ্ধিদাতা গণেশের কৃপায় কয়েকটি রাশির জাতক-জাতিকারা মাত্র কয়েক ঘণ্টা পরেই মালামাল হচ্ছেন
দাঁড়িয়ে থাকা মূর্তি অফিস বা কর্মক্ষেত্রে রাখলে বিশেষ ফল পাওয়া যাবে ৷ গণেশের মূর্তি বাড়ির যেকোনও জায়গায় প্রতিষ্ঠিত করলেই হবেনা ৷ বেশ কয়েকটি বিষয় মাথা রাখতে হবে ৷ বাথরুমের দেওয়ালে বা শোবার ঘরের দেওয়ালে কোনও ভাবেই গণেশের মূর্তি প্রতিষ্ঠিত করা উচিৎ নয়, এমন করলে জীবনে সঙ্কট কিছুতেই কমবেনা ৷ যে সমস্ত জাতক-জাতিকারা সন্তান সুখ থেকে বঞ্চিত হয়েছেন তাই শিশুরূপী গণেশের ছবি রাখলে সন্তানের সুখ পেতে পারেন ৷
advertisement
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা কোনও প্রকারের বাধ্য বা অনুরোধ করেনা ৷ তাই ব্যবহারিক প্রয়োগের আগে অবশ্যই বিচার বুদ্ধি দিয়ে আলোচনা করুন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Ganesh Chaturthi 2022: গণেশ চতুর্থীর বড় মুহূর্ত! পুজোর আগে মূর্তি কেনার সময় অবশ্যই বিষয়গুলি মাথায় রাখুন নইলে বিপদ বাড়বে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement