আরও পড়ুন: Lifestyle|Amlaki: সর্দি-কাশি থেকে কম দৃষ্টিশক্তি রোজ খান আমলকি, সারা জীবন ধরেই হবে ম্যাজিক
প্রোডায়বেটিস বা বর্ডারলাইন ডায়বেটিসে ক্ষেত্রে টাইপ ২ ডায়বেটিসের ক্ষেত্রে রোগীর রক্তে শর্করার পরিমাণ সামান্য ভাবে বেশি থাকবে ৷ তবে এই স্তর এতটাই বেশি নয় যা ডায়বেটস বলে মনে করা হতে পারে ৷ প্রোডায়বেটিসের লক্ষণগুলি কেমন হতে পারে? চামড়ার কালো দাগ কালো ছোপ দেখতে পাওয়া যাবে ৷ একই সঙ্গে কোনুই, হাঁটু, পা, ঘাড়, বগলে একটি কালো টোন লক্ষ করা যায় ৷ এছাড়াও ক্লান্তি অনুভূত হয় ৷
advertisement
আরও পড়ুন: Indian Spinach: খাদগুণে ঠাসা পুঁইশাক! ঠিক এই কারণেই খাওয়া অত্যন্ত জরুরি
রাত্রিবেলা শুতে যাওয়ার সময়ে ক্লান্তি অনুভব করা যায় ৷ সকালবেলাতেও ঘুম থেকে উঠলে যেন ক্লান্ত কিছুতেই পিছু ছাড়েনা ৷ বারবার জল পিপাসা পায় তখনই বুঝে নিতে হবে শরীর বাসা বাঁধছে ডায়বেটিস ৷ এছাড়াও বারবার প্রস্রাবই বলে দিতে পারে ডায়বেটিসের প্রাক মুহূর্ত চলছে ৷
(Disclaimer: এগুলি শুধুমাত্রই কোনও চিকিৎসার বিকল্প হতে পারেনা ৷ বিস্তারিত জানতে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন) ৷