আরও পড়ুন : রান্নাঘরে তেলমশলার চটচটে দাগছোপ কিছুতেই উঠছে না? রইল সহজ ঘরোয়া উপায়
বিচ্ছেদের পর অনেকেই খোলসের মধ্যে নিজেকে গুটিয়ে নেন৷ তাঁরা প্রতিবাদ করতে ভুলে যান৷ বা ভয় পান৷ তবে একটা সম্পর্ক ব্যর্থ হয়েছে বলে পরবর্তী সম্পর্কও যে ব্যর্থ হবে, তার কোনও নিশ্চয়তা নেই৷
আরও পড়ুন : কোন কোন শারীরিক সমস্যায় বিটরুট কোনওমতেই খাওয়া যাবে না, জেনে নিন
advertisement
অন্যদিকে নতুন সম্পর্কে পা রাখার জন্য তাড়াহুড়োও করবেন না৷ যাঁর হাত ধরতে চাইছেন, তাঁকে বোঝার চেষ্টা করুন৷ তার পর পরিণত সিদ্ধান্ত নেবেন৷ ভাল করে ভেবে দেখুন তিনি আপনার যোগ্য সঙ্গী হয়ে উঠতে পারবেন কিনা৷
আরও পড়ুন : এক বার কাচার পরই সোয়েটার জুড়ে গুড়ি গুড়ি? দূর করুন এই ভাবে
ডিভোর্সের পর অন্য কারওর সঙ্গে প্রেমের সম্পর্কে থাকতেই পারেন৷ কিন্তু তাই বলে তাঁকে যে বিয়ে করতেই হবে, সে কথাও ধ্রুব সত্য নয়৷ বিয়ের চিন্তা আপনার মনের উপর চাপ তৈরি করতে পারে৷ বিয়ের সিদ্ধান্ত নিয়ে জটিলতা নতুন মানুষের সখ্য উপভোগ্য নাও হতে পারে৷ তাই তাড়াহুড়ো না করে নতুন সম্পর্ককে যথেষ্ট সময় দিয়ে আগে সেটিকে পরিণত হতে দিন৷ তার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন৷