TRENDING:

ছোট্ট শিশুর ত্বকের যত্ন নিতে এই জিনিসগুলো মেনে চলুন

Last Updated:

আপনার মতো আপনার ছোট্ট সোনার ত্বকের যত্ন নেওয়া খুবই জরুরি বিশেষ করে শীতকালে। skin care tips for baby

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিশুদের ত্বক খুব নরম এবং সেনসিটিভ হয় , তাই বড়দের মতো শিশুদের ত্বকের যত্ন নেওয়া খুবই জরুরি।  খুব ছোট বয়স থেকে শিশুদের নিজের ত্বকের যত্ন নেওয়া অভ্যেস করালে ভবিষ্যতে তাদের ত্বক আরো উজ্জ্বল এবং পরিষ্কার থাকে। শুধু তাই না পরিবর্তী কালের জন্য এই অভ্যেসগুলো ত্বকের সুস্থতাও নিশ্চিত করে।
advertisement

তবে বেশি চিন্তা না করে এখন জেনে নেওয়া যাক কোন ধরণের বেবি প্রোডাক্ট আপনার সন্তানের জন্য ভালো এবং সেটা কতটা ও কিভাবে ব্যবহার করতে হবে।

জেন্টল প্রোডাক্ট কিনুন :

আপনি নিশ্চয় জানেন যে আপনার শিশুর ত্বক খুবই সেনসিটিভ এবং কোমল।  তার ত্বক যাতে সহজে শুষ্ক না হয় সেদিকে দৃষ্টি রাখা খুবই জরুরি। সেজন্য ডার্মাটোলজিস্টরা সাধারণত জেন্টল সাবান এবং শ্যাম্পু ব্যবহার করা পরামর্শ দেন।

advertisement

কোনো প্রোডাক্ট কেনার আগে একবার ভালো করে দেখে নেবেন এতে যেন কোন রকম ডাই ,অ্যালকোহল, প্যারাবেনস বা সিন্থেটিক ফ্র্যাগনান্স না থাকে কারণ তা শিশুর ত্বকের পক্ষে ক্ষতিকারক।

আগে প্যাচ টেস্ট করুন :

নতুন যে প্রোডাক্টটি আপনি শিশুর জন্য কিনেছেন সেটা তার ত্বকের পক্ষে কতটা উপযুক্ত তা জানতে সবার আগে একটা প্যাচ টেস্ট করুন। শিশুর কানের পিছনে বা কনুইয়ের কোনো অংশে আঙুলে করে একটু ক্রিম নিয়ে লাগিয়ে ২৪ ঘন্টা অপেক্ষা করুন।  যদি কোনো রিঅ্যাকশন না হয় তবে আপনি নিশ্চিন্তে শিশুর ত্বকে সেটা ব্যবহার করতে পারেন।

advertisement

তিন ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট রাখুন :

জেন্টল ক্লিনজার : এটি ব্যবহার করলে তা শিশুর মুখের ময়লা , তেল, ব্যাকটেরিয়া দূর করে তার উজ্জ্বলতা বাড়ায় এবং মুখ পরিস্কার রাখে। তাই যে কোনো ধরণের সিন্থেটিক এবং ডাই এড়াতে খুব হালকা বা জেন্টল ক্লিনজার ব্যবহার করুন।

ময়েশ্চারাইজার: আপনার শিশুর ত্বককে হাইড্রেটেড রাখতে এবং ত্বকের আদ্রতা বজায় রাখতে রোজ স্নানের পরে বেবি লোশন লাগান।  কারণ সাবান দিয়ে স্নান করার পর সেটা শিশুর ত্বকের ন্যাচারাল অয়েল দূর করে ত্বককে শুস্ক করে তোলে, তাই স্নান শেষে ময়েশ্চারাইজার লাগাতে কখনই ভুলবেন না।

advertisement

সানস্ক্রিন: শিশুর কোমল ত্বককে সরাসরি সূর্যের রশ্মি থেকে রক্ষা করার জন্য এই সানস্ক্রিন লাগানো খুবই জরুরি। এটা শিশুর ত্বককে জ্বালাভাব এবং ক্ষতিকারক কেমিকেল থেকে বাঁচায়।  তাই শিশুকে রোদে নিয়ে বেড়োলে অবশ্যই সানস্ক্রিন লাগাবেন। আজকাল বিশেষ করে শিশুদের জন্য তৈরি সানস্ক্রিনগুলো আপনার সোনার ত্বকের জন্য খুবই ভালো এবং নিরাপদ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে হুবহু...! মেদিনীপুরের নতুন আকর্ষণ 'এই' ব্রিজ, দেখেই থমকে দাঁড়াচ্ছেন পথচারীরা
আরও দেখুন

(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ছোট্ট শিশুর ত্বকের যত্ন নিতে এই জিনিসগুলো মেনে চলুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল