TRENDING:

Tooth whitening: আপনার দাঁত কি বিবর্ণ হয়ে যাচ্ছে? আসল কারণ জানলে চমকে যাবেন

Last Updated:

খাদ্যাভাস ঠিক না থাকা, সঠিকভাবে ব্রাশ না করা, অত্যাধিক মাউথওয়াশ ব্যবহার করা, ধূমপানের অভ্যাস, তামাকের ব্যবহার ইত্যাদি নানা কারণে দাঁতের এনামেলের রঙ হারিয়ে যেতে থাকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অনেকক্ষেত্রেই একটা বয়সের পর দাঁতের রঙে কালচে, হলুদ বা বাদামী ছোপ পড়তে পারে। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে বিশেষ কিছু পদ্ধতির মাধ্যমে দাঁতের রঙ পরিবর্তন করা যায়। দাঁতের বিবর্ণ হয়ে যাওয়া শুধুমাত্র এনামেল অংশকেই প্রভাবিত করে। আমরা নিয়মিত যেসব খাবার খাই, সেগুলিই এর জন্য দায়ী। খাদ্যাভাস ঠিক না থাকা, সঠিকভাবে ব্রাশ না করা, অত্যাধিক মাউথওয়াশ ব্যবহার করা, ধূমপানের অভ্যাস, তামাকের ব্যবহার ইত্যাদি নানা কারণে দাঁতের এনামেলের রঙ হারিয়ে যেতে থাকে। এছাড়াও অত্যাধিক অ্যান্টিবায়োটিকের ব্যবহারও এনামেল ক্ষয়ের অন্যতম কারণ।
আপনার দাঁত কি বিবর্ণ হয়ে যাচ্ছে? আসল কারণ জানলে চমকে যাবেন
আপনার দাঁত কি বিবর্ণ হয়ে যাচ্ছে? আসল কারণ জানলে চমকে যাবেন
advertisement

দৈনন্দিন জীবনে অত্যধিক রঙিন খাদ্য গ্রহণ, অস্বাস্থ্যকর জীবনযাপন ইত্যাদিও এনামেল পরিবর্তনে সাহায্য করে। যাঁদের এই সমস্যা রয়েছে তাঁরা স্কেলিং করিয়ে, নিয়মিত দাঁত পরিষ্কার রেখে বিবর্ণ হয়ে যাওয়ার সমস্যা প্রতিরোধ করতে পারেন। তবে এর জন্য আরেকটি পদ্ধতিও রয়েছে। একে জুন পদ্ধতি বলা হয়। এতে হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করে দাঁত সাদা করা হয়।

advertisement

আরও পড়ুন: কোলেস্টেরল থেকে হতে পারে স্ট্রোক, হার্ট অ্যাটাক! এই ২ ঘরোয়া উপাদানই মহৌষধ, জেনে নিন

এনামেলের রঙ পরিবর্তিত হলে দাঁতের ভিতরে তো বটেই দাঁতের বাইরের দিকেও বিবর্ণতা দেখা দেয়। আমরা যে জল পান করি তাতে ফ্লোরাইডের পরিমাণ বেশি থাকার কারণে অনেকসময়ই দাঁতের ভেতর থেকে অনেক পরিবর্তন ঘটে এবং ফলে দাঁতের রঙ হলুদাভ, সবুজ বা কালো দেখায়। এগুলি আসলে ফ্লোরাইডের দাগ। তাই এদের অপসরনের জন্য স্থায়ী চিকিৎসা প্রয়োজন। গর্ভাবস্থায় অ্যান্টিবায়োটিক ব্যবহারের কারণে, দাঁতে যেকোনও আঘাতের কারণেও দাঁতের রঙ পরিবর্তিত হতে পারে। দাঁতের রঙ ফেরত পেতে আমাদের ক্রাউন বা ভেন ইজ বা ক্যাপ ব্যবহার করতে হবে।

advertisement

বয়স সম্পর্কিত কারণেও এনামেল ধীরে ধীরে বিবর্ণ হতে পারে। এক্ষেত্রে গ্রাউন্ড, ভেনিস বা ক্যাপ ব্যবহার করেও এর নিয়মিত চিকিৎসা করানো যেতে পারে। দাঁতের সাদা রঙ ধরে রাখতে, দিনে দু’বার ব্রাশ করা উচিত। সর্বদা সঠিক ব্রাশ করার কৌশল এবং কম মাউথওয়াশ ব্যবহার করা উচিত। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এক গ্লাস জলে এক চামচ অ্যাপল সিডার ভিনিগার মিশিয়ে একটি ছোট স্প্রে বোতলে ভরে দাঁতের গোড়ায় ব্যবহার করা যেতে পারে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Tooth whitening: আপনার দাঁত কি বিবর্ণ হয়ে যাচ্ছে? আসল কারণ জানলে চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল