TRENDING:

Vaastu Tips: অর্থাভাব কাটাতে পারে এই ৩ গাছ! সংসারের আয় বৃ্দ্ধি করতে জেনে রাখুন বাস্তুর এই নিয়ম

Last Updated:

অর্থাভাব কাটাতে পারে এই ৩ গাছ! সংসারের আয় বৃ্দ্ধি করতে জেনে রাখুন বাস্তুর এই নিয়ম

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঘরের আয় উন্নতির জন্য বাস্তু-শাস্ত্রের অনেক নিয়ম রয়েছে। সংসারে আয় বৃদ্ধি করতে বাস্তুর বেশকিছু নিয়ম না মানলেই বিপদ হতে পারে। বাস্তু মতে বেশকিছু গাছ রয়েছে যা গৃহে লাগালে সংসারে আয় উন্নতি বাড়ে। আসুন জেনে নেওয়া যাক গৃহে অর্থসংকট কাটাতে কোন কোন গাছ  গৃহে লাগানো অত্যন্ত ভাল।
অর্থাভাব কাটাতে পারে এই ৩ গাছ! সংসারের আয় বৃ্দ্ধি করতে জেনে রাখুন বাস্তুর এই নিয়ম
অর্থাভাব কাটাতে পারে এই ৩ গাছ! সংসারের আয় বৃ্দ্ধি করতে জেনে রাখুন বাস্তুর এই নিয়ম
advertisement

শমী গাছ-  বাস্তু মতে বাড়ির সদর দরজার বাম দিকে শমী গাছ লাগানো খুব শুভ বলে মনে করা হয়। বাড়ির মূল দরজায় শমীর গাছ লাগালে সুখ ও সমৃদ্ধি আসে। এতে ঘরে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আসে। বাস্তুশাস্ত্র অনুসারে, শমী গাছ ঘরে ইতিবাচক শক্তি ছড়িয়ে দেয়।

আরও পড়ুন: পোকা বেগুন কীভাবে চিনবেন? তাজা সবজি কিনতে জেনে রাখুন এই ৫ ম্যাজিকাল ফর্মুলা

advertisement

মানি প্ল্যান্ট- বাড়িতে মানি প্ল্যান্ট লাগানো খুব শুভ বলে মনে করা হয়। এর ফলে ঘরে লক্ষ্মীর অধিবাস হয়। মানি প্ল্যান্ট লাগালে অর্থাভাব কাটে এবং সংসারে আয় বৃদ্ধি হয়। এই গাছ বাড়ির দরজায় রাখা শুভ বলে মনে করা হয়। মানি প্ল্যান্ট রোপণে যত্ন নিতে হবে।  দড়ি দিয়ে মানি প্ল্যান্টের ডাল উপরের দিকে বেঁধে রাখতে হবে। মূল দরজায় মানি প্ল্যান্ট লাগালে ঘরে সুখ-সমৃদ্ধি বাড়ে। এতে ঘরে ইতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে।

advertisement

কলা: বাড়ির পিছনে একটি কলা গাছ লাগানো খুব শুভ বলে মনে করা হয়। বাড়ির পিছনে একটি কলা গাছ লাগালে ঘরে সম্পদ বৃদ্ধি পায়। এতে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Vaastu Tips: অর্থাভাব কাটাতে পারে এই ৩ গাছ! সংসারের আয় বৃ্দ্ধি করতে জেনে রাখুন বাস্তুর এই নিয়ম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল