TRENDING:

সিম্বা ছবির সুপারহিট গান টিভিতে দেখে জমাটি নাচ টিয়াপাখির, দুর্বার গতিতে ভাইরাল

Last Updated:

মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে পড়েছে দুর্বার গতিতে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এমন এক সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যেখানে সোশ্যাল মিডিয়ায় এক বড় ভূমিকা রয়েছে ৷ উঠতে বসতে ফেসবুক, ইনস্টাগ্রাম, ট্যুইটার ও হোয়াটসঅ্যাপ যেন আমাদের ভাললাগা ও মন্দলাগার সঙ্গী হয়ে গিয়েছে ৷ ভাল থেকে খারাপ সোশ্যাল মিডিয়া প্রতিটি মানুষের কাছে এক শিক্ষ্যণীয় বিষয়ে পরিণত হয়েছে ৷ প্রতিদিনই বিভিন্ন আশ্চর্য করার মত পরিস্থিতির সম্মুখীন হই আমরা ৷
advertisement

মানুষের বিভিন্ন রকমের অভিব্যক্তি, ভাললাগা বা মন্দলাগার বিষয়গুলির সঙ্গে সঙ্গে বাড়তি কিছু গুণাবলী মানুষকে অন্যের সামনে এক অন্যমাত্রায় পেশ করে ৷ অতিরিক্ত মাত্রায় অন্য সমস্ত বিষয়ের প্রতি অনুরাগ থাকার সঙ্গে সঙ্গেই সেই বিষয়ের প্রতি বাড়তি দক্ষতাও লক্ষ্য করা যায় ৷ এমনই নানান রকমের অভিজ্ঞতা কয়েক মাস ধরেই তুলে আনা হচ্ছে ৷ যেমন বেশ কয়েকটি ক্ষেত্রে দেখতে পাওয়া গিয়েছিল টিয়াপাখি একদম মানুষের মত আচরণ করছে ৷ কথা বলছে, শিস দিচ্ছে, প্রতি কথার উপযুক্ত ও সঠিক উত্তর দিচ্ছে ৷ এইগুলি দেখে সবাই বেশ চমকে গিয়েছেন কেউ কেউ আবেগতাড়িতও হয়েছিলেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে সোশ্যাল মিডিয়ায় এইবার যে ভিডিওটি ছড়িয়েছে সেটি হল টিভি দেখে দেখে জনপ্রিয় হিন্দি গানের সঙ্গে নাচছে একটি অন্যপ্রজাতির টিয়াপাখি ৷ সিম্বা ছবির গান ৷ আখ মারে ও লড়কি আখ মারে ৷ গানটি দৃশ্যত হয়েছিল রণবীর সিং ও সারা আলি খানের উপরে ৷ টিভিতে গান চলছিল সেই গানের তালে তালে দুর্দান্ত নাচ নেচেছে টিয়াপাখি ৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
সিম্বা ছবির সুপারহিট গান টিভিতে দেখে জমাটি নাচ টিয়াপাখির, দুর্বার গতিতে ভাইরাল