মানুষের বিভিন্ন রকমের অভিব্যক্তি, ভাললাগা বা মন্দলাগার বিষয়গুলির সঙ্গে সঙ্গে বাড়তি কিছু গুণাবলী মানুষকে অন্যের সামনে এক অন্যমাত্রায় পেশ করে ৷ অতিরিক্ত মাত্রায় অন্য সমস্ত বিষয়ের প্রতি অনুরাগ থাকার সঙ্গে সঙ্গেই সেই বিষয়ের প্রতি বাড়তি দক্ষতাও লক্ষ্য করা যায় ৷ এমনই নানান রকমের অভিজ্ঞতা কয়েক মাস ধরেই তুলে আনা হচ্ছে ৷ যেমন বেশ কয়েকটি ক্ষেত্রে দেখতে পাওয়া গিয়েছিল টিয়াপাখি একদম মানুষের মত আচরণ করছে ৷ কথা বলছে, শিস দিচ্ছে, প্রতি কথার উপযুক্ত ও সঠিক উত্তর দিচ্ছে ৷ এইগুলি দেখে সবাই বেশ চমকে গিয়েছেন কেউ কেউ আবেগতাড়িতও হয়েছিলেন ৷
advertisement
তবে সোশ্যাল মিডিয়ায় এইবার যে ভিডিওটি ছড়িয়েছে সেটি হল টিভি দেখে দেখে জনপ্রিয় হিন্দি গানের সঙ্গে নাচছে একটি অন্যপ্রজাতির টিয়াপাখি ৷ সিম্বা ছবির গান ৷ আখ মারে ও লড়কি আখ মারে ৷ গানটি দৃশ্যত হয়েছিল রণবীর সিং ও সারা আলি খানের উপরে ৷ টিভিতে গান চলছিল সেই গানের তালে তালে দুর্দান্ত নাচ নেচেছে টিয়াপাখি ৷