TRENDING:

বিস্ময়কর যুবকের কাণ্ডে অবাক সবাই ! মাথার উপরে ঘুরছে পা, কখনও ঝুলছে-দুলছে কাঁধে

Last Updated:

অত্যন্ত অবাক করার মত ঘটনা প্রকাশ্যে এসেছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
একে কী বলব ঈশ্বরের আশীর্বাদ না কি অন্য কিছু ? যা দেখলেই শিউরে উঠবে গা এমন কি আদৌ হতে পারে ? শরীরে তেমন কোনও হাড়ের চিহ্নমাত্র নেই ৷ সারা শরীরজুড়ে ঘুরছে শুধুই পা ৷ একবার মাথার উপরে তো আরেকবার ঘাড়ের উপরে এমন যা করা অত্যন্ত কঠিন ঠিক তাই করে দেখাচ্ছেন ৷ তিনি বিদেশি, তবুও এমন শিক্ষ্যনীয় বিষয় তো আর ছেড়ে দেওয়া যায়না ৷
advertisement

সোজাসুজি দাঁড়িয়ে মাথার উপরে পা তুলছেন ৷ শুধুই পাই তুলছেন না সেই পাটি বেঁকিয়ে ঘাড়ের উপরে তুলে দিচ্ছেন ৷ কখনও বা উপুড় হয়ে শুয়ে দুই কাঁধের উপর দিয়ে পা তুলে দিচ্ছেন তিনি ৷ তবে এটি অভ্যাসের ফসলই বলা যেতে পারে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তবে অনুরোধ সবারই কাছে এই অভ্যাস কেউ করতে যাবেন না এটি উপযুক্ত প্রশিক্ষণ ছাড়া করা উচিৎ নয় এর ফলে বিপদ ঘনিয়ে আসতে পারে ৷ যা করবনে সাবধানে করবেন, কেননা সামনেই উৎসবের মরশুমে এই সময়ে সুস্থ ও স্বাভাবিক থাকাটা অত্যন্ত জরুরি ৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
বিস্ময়কর যুবকের কাণ্ডে অবাক সবাই ! মাথার উপরে ঘুরছে পা, কখনও ঝুলছে-দুলছে কাঁধে