মেষ (Aries): মার্চ ২১- এপ্রিল ১৯। অ্যাডভেঞ্চার প্রিয় মেষ জাতক-জাতিকারা সব সময়ে জীবনে নতুনত্ব খোঁজেন। তাই এঁদের আশেপাশের বন্ধুরা এঁদের প্রতি সহজেই আকৃষ্ট হন। এঁরা বন্ধুদের স্বপ্নপূরণের জন্য সব রকম উৎসাহ দেন।
বৃষ (Taurus): এপ্রিল ২০- মে ২০। এঁরা নিজের কাজ নিয়ে সারাক্ষণ মেতে থাকলেও বন্ধুদের জন্য সাহায্য করতে ভোলেন না। পজিটিভ স্বভাবের বৃষরা অন্যদের মোটিভেট করতে ভালোবাসেন।
advertisement
মিথুন (Gemini): মে ২১- জুন ২০। এঁরা জীবনের শত ব্যস্ততার মধ্যেও বন্ধুদের সঙ্গ দিতে ভোলেন না। সামাজিক মেলামেশা বা বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে এঁদের জুড়ি মেলা ভার।
কর্কট (Cancer): জুন ২১- জুলাই ২২। কর্কট জাতক-জাতিকারা কাছের বন্ধুদেরকে ঠিক বাবা-মায়ের মতোই যত্ন বা শাসন করেন, তাঁদের সব রকম সুবিধে-অসুবিধের দিকে এঁদের নজর থাকে।
সিংহ (Leo): জুলাই ২৩- অগস্ট ২২। বন্ধুদের আড্ডায় এঁদের উপস্থিতি চারপাশের পরিবেশকে ঝলমলে করে তোলে। আকর্ষণীয় ব্যক্তিত্বের কারণে সবাই এঁদের বন্ধু হতে চান।
কন্যা (Virgo): অগস্ট ২৩- সেপ্টেম্বর ২২। চৌখস বুদ্ধির অধিকারী কন্যা জাতক-জাতিকারা বন্ধুদের জন্য যেন সব সময় সাহায্যের হাত বাড়িয়েই রাখেন। সামাজিক মেলামেশাতেও এঁরা থাকেন এক নম্বরে।
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২। এঁদের বন্ধুবৃত্ত অনেকটাই বড়। সৎ, সাহসী এবং বিনয়ী স্বভাবের অধিকারী তুলা জাতক-জাতিকাদের সবাই পছন্দ করেন।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩- নভেম্বর ২১। এঁরা একবার কথা দিয়ে ফেললে শত ঝুঁকি নিয়েও সেই কথা রাখেন। অত্যন্ত বিশ্বাসী বলে বন্ধুরাও এঁদের প্রতি ভরসা রাখেন।
ধনু (Sagittarius): নভেম্বর ২২- ডিসেম্বর ২১। আত্মবিশ্বাসী এবং আশাবাদী স্বভাবের ধনু জাতক-জাতিকারা সহজেই বন্ধুদের মনোযোগ আকর্ষণ করেন। এঁরা অন্য কাউকে খুব একটা বিচার করার পক্ষপাতী নন।
মকর (Capricorn): ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯। এঁরা দায়িত্ব নিয়ে ভালো ভাবে কাজ করতে পারেন বলে বন্ধুদের দলে সহজেই মধ্যমণি হয়ে যান।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮। সৃজনশীল স্বভাবের কুম্ভ জাতক-জাতিকারা বন্ধুদের আত্মবিশ্বাসী হতে এবং নিজের স্বপ্নকে মেলে ধরতে উৎসাহ দেন। বন্ধুরাও তাই এঁদের মতামতের দাম দেন।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০। মীন রাশির জাতক-জাতিকারা বন্ধুদের মনের কথা বুঝতে পারেন। যে কোনও বিপদে এঁরা বন্ধুদের গুরুত্বপূর্ণ মতামত দেন এবং পাশে দাঁড়ান।