জীবনের প্রথম ভালবাসাটাই আসে বাবা-মায়ের কাছ থেকে ৷ বাবা-মায়ের অকৃত্রিম ভালবাসা জীবনকে সুন্দর করে গড়ে তোলে ৷ বাবা-মা কারোরই চিরকাল থাকেনা ৷ বাবা-মায়ের দেওয়া শিক্ষা নিয়েই আনমাদের সবাইকে জীবনের বাকিদিনগুলি চলতে হয় ৷ মা-বাবা না তাকার সময়ে জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী এক বড় ভূমিকা গ্রহণ করে ৷ জীবনের বাকি দিনগুলি যেন একসঙ্গে পথ চলার সঙ্গে সঙ্গে নানান স্বপ্নপূরণে রূপকথা হয়ে যায় ৷ জীবন সুন্দর হয়ে ওঠে ৷ ভালবাসারই অন্য নাম সঙ্গে বাঁচা, সঙ্গীর সঙ্গতেই জীবন হয়ে ওঠে আরও সুন্দর আরও ভাল ৷ একাকিত্ব বা সহ্গীর অনুভব আমরা তখনই করি যখন বয়স ক্রমশই বাড়তে থাকে ৷ জীবনের কাছে জিতে যাওয়া নাকি মরণের কাছে হার ? এইসব প্রসঙ্গই অবাস্তব হয়ে যায় যখন দেখতে পাওয়া যায় একে অপরের প্রতি যত্ন সম্মান ৷ হয়ত এটাই কাছে থাকার অঙ্গীকার ৷ ভাল থাকার অঙ্গীকার ৷
advertisement
ফেসবুকে এমনই এক ভিডিও ছড়িয়েছে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে এক বৃদ্ধ দম্পতির চূড়ান্ত ভালবাসার ছবি, স্ত্রীকে পরম স্নেহে চুল বেঁধে দিচ্ছেন স্বামী সঙ্গে বিনুনিও করে দিচ্ছেন ৷ এই ভিডিওই চূড়ান্ত গতিতে ভাইরাল হয়েছে ৷