TRENDING:

কুমার শানুর সুপারহিট গানে নাল বাজিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় ছোট্ট ছেলের

Last Updated:

কুমার শানুর অন্যতম সুপারহিট গান 'তু ধরতি পে চাহে জাঁহা রহেগি, তুঝে তেরি খুশবু সে পহেচানলুঙ্গা'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এক অনবদ্য প্রতিভার বহিঃপ্রকাশ হয়েছে ফেসবুকে ৷ কুমার শানুর সুপারহিট গানের সঙ্গে তালে তাল মিলিয় ঢোল বাজিয়ে সবার আলাদা করে নজর কেড়েছে এই ছোট্ট ছেলে ৷ মূলত নব্বইয়ের দশকের বেশ বড় সময় জুড়ে রয়েছে কুমার শানুর একের পর এক সুপারহিট ছবির গান ৷ বেশিরভাগ ক্ষেত্রেই সুর দিয়েছিলেন নাদিম-শ্রাবণ ৷
advertisement

আশিকি, দিল হ্যায় কে মানতা নেহি, সড়ক, জিৎ, সাজনকে ঘর, স্বপ্নে সাজনকে, ফুল অউর কাঁটে, সাজন, দিল তেরা আশিক একাধিক ছবিতে জুটি বেঁধে গান গেয়ে ঝড় তুলেছিলেন তিনি ৷ তাঁর কুমার শানুর সেরা গানের তালিকায় অবশ্যই আসতে পারে জিৎ ছবির গান ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জিৎ ছবিতে অভিনয় করেছিলেন সানি দেওল, করিশমা কাপুর ও সলমন খান ৷ সেই ছবিরই একটি দুর্দান্ত গান 'তু ধরতি পে চাহে জাঁহা রহেগি, তুঝে তেরি খুশবু সে পহেচানলুঙ্গা ৷' সেই সুপারহিট গানের সঙ্গে ঢোলবাজিয়ে ভাইরাল হয়েছেন এক ছো্ট্ট ছেলে ৷ দেখুন সেই ভিডিও ৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
কুমার শানুর সুপারহিট গানে নাল বাজিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় ছোট্ট ছেলের