লন্ডন বিশ্ববিদ্যালয়ের এই গবেষণা পত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দেখা গিয়েছে, বেশিরভাগ মানুষই সম্পর্ক প্রিয় ৷ আর সম্পর্ককে টিকিয়ে রাখার ক্ষেত্রেই এই সেক্স ব্যাপারটা সবচেয়ে বেশি গুরুত্ব পায় ৷
সহজ করে বলতে গেলে, একজন পুরুষ ও একজন মহিলার মধ্যে অটুট সম্পর্ক তৈরি করতে যৌন সম্পর্কের গুরুত্ব অনেকটাই৷ গবেষণায় উঠে এসেছে, অন্যান্য প্রাণীদের কাছে সেক্সটি শুধুমাত্র দৈহিক এক ক্রিয়া ৷ কিন্তু মানুষের ক্ষেত্রে দৈহিক ক্রিয়ার সঙ্গে সঙ্গে অনেক বেশি আবেগপ্রবণ ও ইমোশনাল ৷ তাই সম্পর্ককে টিকিয়ে রাখতে হোক বা শুরু করতে অর্থাৎ ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে মানুষ বরাবরই সেক্সকে সবুজ সংকেত দেখান !
advertisement
পুরুষদের মধ্যে অত্যাধিক যৌনতায় লিপ্ত হওয়ার প্রবণতা দেখা যায় ৷ অন্যদিকে, মহিলারা সম্পর্ককে বেশিদিন স্থায়ী রাখার জন্যই সেক্সকে ব্যবহার করে থাকেন !
তথ্য: the journal Evolution and Human Behavior.