TRENDING:

বিরলতম প্রতিভার বিচ্ছুরণ, শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে দুরন্ত নেচে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল খুদে

Last Updated:

স্বয়ং মা সরস্বতীর আশীর্বাদ রয়েছে এই ছোট্ট মেয়ের মাথায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শাস্ত্রীয় সঙ্গীতের অনবদ্য মিশেল ৷ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের এক অনবদ্য ভঙ্গি লক্ষ্য করা গিয়েছে ছোট্ট মেয়ের নাচের তালে জমে উঠেছে আসর মেয়েটি আনমনে বা নিজের মত করে সাত্রীয় সঙ্গীতের সঙ্গে নেচে যাচ্ছে ৷ তার কোনও দিকে কোনও মন নেই ৷ সে শুধু নাচ পিপাসু হয়ে নেচেই যাচ্ছে ৷ স্বয়ং মা সরস্বতীর আশীর্বাদ না থাকলে এমনটা হয়না ৷
advertisement

আজ যেখানে আধুনিক, হিন্দি গান বা পাশ্চাত্য গানের প্রতি অনুরাগ থাকলেও শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে এমন নাচ এই বয়সে দেখা যায়না বলেই মনে করা হয় ৷ শিশুটি শাস্ত্রীয় নাচের সঙ্গে তালে তাল মিলিয়ে দিব্যি নাচছে ৷ নাচে তো অনেকেই তাল লয় মেনে সমস্ত নাচের বিভিন্ন আঙ্গিক বজায় রেখে এই বয়সে এমন প্রতিবার বিচ্ছুরণ খুব একটা পাওয়া যায়না বলেই মনে করা হয় ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই ধরনের সঙ্গীত মুখর ভিডিও দখলে আর যাই হোক দিনটা বাল হয়ে যায় সেই বিষয়ে কোনও সন্দেহ নেই বললেই চলে ৷ জীবনের বিভিন্ন প্রান্তের বিভিন্ন ঘটনার সঙ্গে সামাঞ্জস্য রেখে চললেই বোঝা যায় কতটা ঠিক আর কতটা ভুল ৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
বিরলতম প্রতিভার বিচ্ছুরণ, শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে দুরন্ত নেচে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল খুদে