বিয়ের বাড়ির রীতিনীতি অত্যন্ত আকর্ষণীয় প্রতিটি মানুষের কাছেই ৷ সকাল থেকে সন্ধে বাড়ির বড় থেকে ছোট সবাই যেন ছুটে বেড়াচ্ছে যে কীভাবে এত বড় কাজটি সুষ্ঠু ভাবে সম্পন্ন হয় সেই দিকে তাকিয়েই ৷ তবে বাড়তি উৎসাহ বা উদ্দীপনা প্রধানত সন্ধের পর থেকেই বাড়ে যখন বড় বিয়ে করতে কনের বাড়িতে পৌঁছয় ৷ এমন এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ভাইরাল হয়েছে যেখানে দেখতে পাওয়া গিয়েছে ৷ নতুন বর বিয়ে করতে এসেছেন মণ্ডপের বাইরে সুন্দরীরা ছেঁকে ধরেছেন ৷
advertisement
সানি লিওন (মেরা সইয়া সুপারস্টার, Leela Ek Paheli) ও কাজলের কুছ কুছ হোতা হ্যায় (Kuch Kuch Hota Hai) ছবির সুপারহিট গানের তালে নাচতে থাকেন হ্যালেঙ্গা ও শাড়ি পরা সু্ন্দরীরা ৷ নাচ শেষেই দাবি করেন তাঁদের ৫০ হাজার টাকা, এমনই এক ভিডিও সুপার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এপ্রিল মাসের ভিডিওতে কোটি কোটি ভিউ হয়েছে এখনও পর্যন্ত ৷ যদিও এই ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি ৷