এরকমই নিজের বান্ধবীর সঙ্গে ধামাল নাচের এক ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী ৷ সিরিয়ালের চেনা মুখ যুক্তি কাপুর একেবারে জমাট ভিডিওতে মুগ্ধ করেছেন দর্শককে ৷ ‘আরে বনঠন চলি দেখো’ গানের সুরে তিনি আর তাঁর বন্ধু যেভাবে কোমর দুলিয়েছেন তা দেখে ফ্যানরা আর চোখ সরাতে পারছেন না ৷
@yuktikapoor39Miss making tiktoks with my bacchu @bhavikasharma123 ##foryou ##trending ##fyp ##tiktok ##coactors ##maddamsir ##copsoftiktok♬ original sound - Bhavin Bhanushali
advertisement
ভিডিওটি লাইকের সংখ্যা ৩০ লক্ষ পেরিয়েছে ৷ আর ভিডিওটির ভিউ হয়েছে ছেচল্লিশ লক্ষেরও বেশি ৷ এই ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন ‘আমার বাচ্চুর সঙ্গে এই ভিডিও তৈরি মিস করছি৷ ’ অর্থাৎ বন্ধুর সঙ্গে সেটের মধ্যে এই ছবিগুলি এখন হচ্ছছে না ৷ আর এটা নিয়েই দুঃখ করে পুরনো ভিডিও নিয়েই আনন্দে মেতেছেন ৷
advertisement
Location :
First Published :
March 27, 2020 5:09 PM IST