TRENDING:

টেডিতে বাড়ুক প্রেম...

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দেখতে দেখতে তিন দিন পার ৷ রোজ ডে থেকে প্রোপোজ ডে, সঙ্গে চকোলেট ৷ আর এবার টেডি ! প্রেম প্রকাশে সফট টয়েজের রমরম বাজার ৷ প্রেমিক হলেই, প্রেমিকাকে দিতে হবে নরম তুলোর পুতুল, তারপর প্রেম আর দেখে কে৷ কিন্তু জানেন কি? টেডি মানেই যে স্টেডি প্রেম, সে ট্রেন্ড এখন বেশ পুরনো ৷ তাই পকেট ফাঁকা করে টেডি কেনার আগে ঝটপট পড়ে ফেলুন, টেডি নিয়ে প্রেম বিশেষজ্ঞরা কী বলছেন ...
advertisement

১) একটা সময় ছিল টেডি মানেই, টেডি বিয়ার পাতি বাংলায় ভাল্লুক ৷ লাল, কমলা, হলুদ, কালো কিংবা বাদামী ৷ নানা রঙের ভাল্লুক পুতুল নিয়ে বড়দের আদিখ্যেতা কম নয় ৷ তাই তো প্রেম প্রকাশে বহু দিন থেকে হেব্বি হিট টেডি ৷ ভাল্লুক ছেড়ে গিফটের লিস্টে প্রবেশ করেছে সাপ থেকে শুরু করে গন্ডার, হাতি, জিরাফ আরও কত কি ৷

advertisement

২) প্রেম প্রকাশে টেডি দিন বিন্দাস ৷ কিন্তু টেডি কেনার আগে দেখে নিন ৷ কোন টেডিতে আপনার প্রেমের প্রকাশ ঘটছে ঠিকঠাক ৷ দেখতে লাগছে সুন্দর ৷ তাই ভেবে সাপের সফট টয়েজ নাই বা দিলেন ৷ কিংবা জিরাফ একেবারে চলবে না ৷ একান্তই যদি একটু চেঞ্জ চান, তাহলে উপহার দিন মাছ, খরগোশ কিংবা কচ্ছপ ৷

advertisement

৩) টেডি কেনার আগে দেখে নিন, কি দিয়ে তৈরি টেডিটি ৷ অনেক সময় সিন্থেটিক উল দিয়ে তৈরি টেডি থেকে হতে পারে অ্যালার্জি ৷

৪) টেডি কিনুন গাঢ় রঙের ৷ নোংরা হবে কম ৷

সেরা ভিডিও

আরও দেখুন
ইতিহাসের শহরে বিষ্ণুপুর কালীবাড়ির পুজো! মুর্শিদাবাদের এই দেবীকে ঘিরে রয়েছে বহু কাহিনী
আরও দেখুন

৫) টেডির নরম শরীরে চটজলদি নোংরা বসে ৷ টেডির কেনার আগে এই বিষয়টি ভেবে দেখুন ৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
টেডিতে বাড়ুক প্রেম...