- রং খেলুন, তবে সে রং যেন ভাল হয় ৷ অর্থাৎ বাজারি যে সব সস্তা রং পাওয়া যায়, সেগুলি একেবারেই ব্যবহার করবেন না ৷ ভেষজ রং বা হার্বাল কালারই ব্যবহার করার নির্দেশ দিচ্ছেন চিকিৎসক ৷ - অযথা রং ছুড়বেন না বা জলা ভরা বেলুনও ছুড়বেন না ৷ কারণ এমন পদ্ধতিতে রং খেললে খারাপভাবে চোখে ঢুকে যেতে পারে ৷ এর থেকে চোখের নানা সমস্যা দেখা যেতে পারে ৷ হঠাৎ চোখে রং পড়লে কিছু বুঝে ওঠার আগেই বড় ক্ষতি হয়ে যেতে পারে ৷ খারাপ রং চোখে গেলে মণির ক্ষতি হতে পারে ৷ তাই সাবধান ৷ - চোখে রং ঢুকলে, জলের ঝাপটা দিন ৷ তাই যেখানে রং খেলার ব্যবস্থা করবেন, সেখানে যেন জলের কল থাকে ৷ - চোখে রং ঢুকলে কোনভাবে চোখ ঘষবেন না ৷ এতে রঙের কণার সঙ্গে কর্নিয়ায় ঘষা লাগতে পারে যার পরিণতি খুবই খারাপ ৷ - রং খেলে চোখের বাড়াবাড়ি সমস্যা হলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ কোনওভাবে ওষুধদের দোকানে গিয়ে ওষুধ কিনবেন না ৷ এতে সমস্যার সমধান থেকে বিপদ আরও বাড়তে পারে ৷ - কন্ট্যাক্ট লেন্স পরে একেবারেই রং খেলবেন না ৷
advertisement
মেনে চলুন ডাক্তারের পরামর্শ, আর আনন্দ খেলুন রং ৷
শুনুন কী বলছেন চিকিৎসক-