রাজ্য ছাড়িয়ে ভিন্ন রাজ্যের বিভিন্ন পর্যটকরা এখানে যেমন প্রাচীন ঐতিহ্যকে সামনে থেকে দেখতে পাবে অন্যদিকে চট, বাঁশ, বেতের তৈরি হারিয়ে যাওয়া কুলো, তাল পাকার পাখা, আর টাকির গামছা বিভিন্ন হাতের কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে। রাজবাড়ির পরিবারের সদস্য শর্মিষ্ঠা ঘোষ বলেন টাকির পর্যটনে এবার নতুন দিগন্ত খুলবে পুবের রাজবাড়ির পুবের হাটে। যেখানে সমস্ত পর্যটকরা এক এবং দুদিনের জন্য যেতে পারবেন! ভ্রমণপিপাসু মানুষের জন্য নতুন পর্যটনের দিক খুলে গেল।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
আরও পড়ুন: মাটি, বেসন আর মেথিতেই ত্বক হবে ঝকঝকে! ৫০-এও মনে হবে যুবতী! পড়বে না বয়সের ছাপ!
৩০০ বছরের প্রাচীন এই বাড়িতে দালান কোটায় ভাস্কর্য পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ দুই বাংলার ইছামতির পারে টাকি পর্যটনের পাশাপাশি ইছামতি নদীতে নৌকা বিহার মিনি সুন্দরবন বরাবরই ভ্রমণপিপাসু মানুষের জন্য বাড়তি আকর্ষণের কেন্দ্র বিন্দু হয়ে উঠবে। এখানে আসতে হলে শিয়ালদহ স্টেশন থেকে টাকি স্টেশন ৭২ কিলোমিটার, ধর্মতলা থেকে টাকি থুবার মোড় পর্যন্ত বাস রুটে ৭৬ কিলোমিটার তারপর পাঁচ মিনিটে টোটোয় চেপে টাকি পর্যটন কেন্দ্র। সব মিলিয়ে উত্তর ২৪ পরগনা জেলার তথা রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র টাকিতে পর্যটনের নতুন মাত্রা পেল তা বলার অপেক্ষা রাখে না।
জুলফিকার মোল্লা