বুধবার, ১ অগাস্ট চাঁদ ও পৃথিবীর দূরত্ব হবে ৩৫৭, ৫৩০ কিলোমিটার। ফলে এদিন পৃথিবীর আকাশে চাঁদকে অত্যন্ত বড় এবং উজ্জ্বল বলে মনে হবে। অন্যান্য পূর্ণিমার তুলনায় এদিন চাঁদের রূপ আরও বেশি অপার্থিব হবে যদি আকাশ মেঘমুক্ত থাকে। তবে মহাজাগতিক এই ঘটনার ফলাফল বর্ষিত হবে বিভিন্ন রাশির উপরেও। দেখে নিন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কী আছে এই মহা পূর্ণিমায়।
advertisement
মেষ: এই মহাজাগতিক তিথিতে আপনি পুরনো ভাবমূর্তি ছেড়ে বেরিয়ে এসে ধরা দেবেন এক নতুন রূপে। পা রাখতে পারেন নেতৃত্বস্থানীয় পদেও।
বৃষ: এই পূর্ণিমাতিথিতে উদ্ভাসিত হবে আপনার কেরিয়ার ও বাহ্যিক জীবন। নতুন চ্যালেঞ্জ গ্রহণের জন্য উচ্চাশী হতেই পারেন।
মিথুন: পরিবার পরিজন ও বন্ধুবান্ধবদের সঙ্গে আরও বেঁধে বেঁধে থাকবেন। প্রস্তুত থাকুন ক্ষতিকারক কিছু সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য।
কর্কট : এই পূর্ণিমায় আপনি আরও বেশি মনোযোগী হবেন বাড়ি ও পরিবারের প্রতি।
সিংহ: নতুন কিছু করার জন্য আগ্রহী হতে পারেন। বিশ্ব সাক্ষী থাকতে পারে আপনার প্রতিভার।
কন্যা: কাজ ও স্বাস্থ্যের প্রতি নজর দিন। শারীরিক ও মানসিক ভাল থাকায় মনোনিবেশ করুন।
বৃশ্চিক: আপনার অবচেতন মন এবং আবেগপ্রবণতা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
তুলা: নতুন সম্পর্কে আরও খুলে ধরবেন নিজের হৃদয়। যে সম্পর্কে ইতিমধ্যেই আছেন, তাতে আরও গভীরে যেতে পারেন।
ধনু: জীবনে নতুন আধ্যাত্মিকতার স্পর্শ পেতে পারেন। জীবনের উচ্চ লক্ষ্যের সঙ্গে আরও বেশি একাত্মবোধ করতে পারেন।
মকর: নতুন চ্যালেঞ্জ গ্রহণে আগ্রহী হতে পারেন। তবে কেরিয়ারের প্রতি থিতু হওয়ারও দরকার।
কুম্ভ: নিজের বৈশিষ্ট্য ও স্বকীয়তা দেখানোর এটাই সেরা সময়। অন্যকে সাহায্য করুন।
মীন: আবেগতাড়িত হয়ে পড়তে পারেন। নিজের অনুমানের সঙ্গে আরও বেশি যুক্ত হয়ে যেতে পারেন।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)