TRENDING:

মালাইকা-আরবাজ অভিনীত সুপারহিট গানে জোরদার নেচে সোশ্যাল মিডিয়া মেগাহিট বয়স্কা

Last Updated:

ফের প্রমাণ হল বয়স মাত্র নম্বর ছাড়া আর কিছুই নয়, শুধুই সংখ্যার বোঝা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সমাজ ও বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে রীতিমত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন এক বয়স্কা ৷ যখন বয়সের কাছে বা বার্ধক্যের কাছে হেরে যেতে হয় অনেকেই বা অনেকেই আত্মসমপর্ণ করেন ঠিক তখনই স্রোতের উল্টোদিকের এক ভিডিও মন ভরিয়ে দিয়েছে ৷ যেখানে এক বয়স্কা মহিলা তাঁর সঙ্গীদের নিয়ে নেচে কাঁপাচ্ছেন সোশ্যাল মিডিয়া ৷ তবে সঙ্গীরা তাঁকে উৎসাহ দিচ্ছেন ঠিকই, তিনিই কিন্তু নেচে কামাল দেখিয়েছেন সবার মাঝে ৷
advertisement

এমন মনের জোর বা এমন সৃজনশীলতে দেখতে পাওয়া যায়না বলাটা ভুল এমন উদ্দ্যম বা দৃষ্টিভঙ্গি অত্যন্ত বিরল বলেই মনে করা হচ্ছে ৷ এই গানটি নব্বইয়ের দশকের অন্যতম সুপারহিট গান সেই গানটি ব্যাপক ঝড় তুলেছে ফেসবুকে ৷ রঙিলো মারো ঢোলনা প্যায়র কা গীত নামক মিউজিক ভিডিওতে বেশ ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়ায় ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মালাইকা আরোরা ও অরবাজ খানের উপরে গানটি দৃশ্যত হয়েছে ৷ সেই গানেই তুমুল ঝড় তুলেছেন বয়স্কা মহিলা প্রশংসার বন্যা সোশ্যাল মিডিয়ায় ৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
মালাইকা-আরবাজ অভিনীত সুপারহিট গানে জোরদার নেচে সোশ্যাল মিডিয়া মেগাহিট বয়স্কা