TRENDING:

Sunscreen in winter: ঠান্ডায় চলছে রোদ পোহানো, শীত আসতেই ভুলেছেন সানস্ক্রিন? বিপদ ডেকে আনছেন না তো?

Last Updated:

গ্রীষ্ণে সর্বদা সঙ্গী হয় সানস্ক্রিন। কিন্তু শীতে কি তাহলে সানস্ক্রিন ব‍্যবহার করা উচিত নয়?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শীতে শরীরের চাই উষ্ণতা। ঠান্ডায় তাই রোদ পোহানো শরীরের পক্ষে বেশ উপকারী। কিন্তু অন‍্যদিকে সূর্য রশ্মি থেকে ত্বকের ক্ষতি হওয়ার ভয়ও থেকে যায়। গ্রীষ্ণে সর্বদা সঙ্গী হয় সানস্ক্রিন। কিন্তু শীতে কি তাহলে সানস্ক্রিন ব‍্যবহার করা উচিত নয়?
শীতের রোদ বড্ড মিঠে! সানস্ক্রিনের প্রয়োজন আছে নাকি নেই? সত‍্যিটা না জেনে বড় ভুল করছেন
শীতের রোদ বড্ড মিঠে! সানস্ক্রিনের প্রয়োজন আছে নাকি নেই? সত‍্যিটা না জেনে বড় ভুল করছেন
advertisement

চর্মরোগ বিশেষজ্ঞরা রোদে বের হওয়ার আগে সানস্ক্রিন লাগানোর পরামর্শ দেন। ফোর্টিস লা ফেমের কনসালটেন্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডঃ মনীষা চোপড়া এবং ডঃ রাম মনোহর লোহিয়া হাসপাতালের সিনিয়র আবাসিক এবং ম্যাক্স স্মার্ট সুপারস্পেশালিটি হাসপাতালে একজন চর্মরোগ বিশেষজ্ঞরা জানালেন, সানস্ক্রিন শীতে ব‍্যবহার করা উচিত কিনা।

আরও পড়ুন: অল্প বয়সেই পাকা চুল? নাছোড়বান্দা খুশকি! চুল ঝরে পড়া বন্ধ হবে এই ঘরোয়া ‘ম‍্যাজিক টোটকায়’!

advertisement

শীতে অনেকেই সানস্ক্রিন ব‍্যবহার করেন না। সূর্যের রশ্মিতে উপস্থিত UV এবং UVB রশ্মি অত‍্যন্ত ক্ষতিকারক। এমনকি এটি ক্যান্সারের কারণ হতে পারে। এমতবস্থায় সূর্যরশ্মি থেকে সুরক্ষা খুবই গুরুত্বপূর্ণ। তাই শীতেও সঙ্গী করুন সানস্ক্রিনকে। এমনটাই পরামর্শ দিলেন বিশেষজ্ঞ।

শুধুমাত্র গ্রীষ্মকালেই সানস্ক্রিন লাগাতে হবে এমনটা ভাবা একেবারেই ভুল। সূর্যের ক্ষতিকর UVB এবং UV রশ্মি শীতকালেও আমাদের কাছে পৌঁছায়। যতটা সম্ভব ছায়ায় থাকা (অর্থাৎ বাড়ির ভিতরে থাকা) ছাড়াও প্রচণ্ড রোদ এড়াতে স্কার্ফ ইত্যাদি ব্যবহার করা উচিত। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সানস্ক্রিন ব্যবহার করা।

advertisement

ঋতু যাই হোক না কেন, মুখের এবং শরীরের প্রতিটি অংশে সানস্ক্রিন লাগাতে হবে যা উন্মুক্ত, অর্থাৎ সূর্যের রশ্মির প্রভাবে আসতে পারে বা আসছে। সূর্যের ক্ষতিকর UVB এবং UV রশ্মি শীতকালেও আমাদের কাছে পৌঁছায়। এমনকি ঘরের ভিতরেও সানস্ক্রিন লাগানো ভাল।

advertisement

বাড়ি থেকে বের হওয়ার ২০ মিনিট আগে অর্থাৎ সূর্যের আলোর প্রভাবে আসার ২০ মিনিট আগে সানস্ক্রিন লাগাতে হবে। আপনি যদি দীর্ঘ সময়ের জন্য বাইরে থাকেন তবে আপনার ব্যাগে সানস্ক্রিনের একটি টিউব রাখুন যাতে আপনি এটি প্রতি দুই থেকে তিন ঘণ্টা পর পর লাগাতে পারেন।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Sunscreen in winter: ঠান্ডায় চলছে রোদ পোহানো, শীত আসতেই ভুলেছেন সানস্ক্রিন? বিপদ ডেকে আনছেন না তো?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল