TRENDING:

পরীক্ষার দুশ্চিন্তা? মানসিক চাপ কমাতে অব্যর্থ এই খাবার! আজই সন্তানকে খাওয়ান

Last Updated:

সাম্প্রতিক বেশ কয়েকটি গবেষণায় দেখা গিয়েছে, খাদ্যতালিকায় কিছু পরিবর্তন অর্থাৎ প্রতিদিন নির্দিষ্ট কিছু খাবার ডায়েটে যোগ করলে প্রাকৃতিক ভাবে মানসিক চাপ কমাতে সাহায্য করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পরীক্ষার আগে টেনশন। হবেই। বাচ্চারা তো বটেই, কলেজ পড়ুয়ারাও উদ্বেগে ভোগেন। বেশি নার্ভাস হয়ে গেলে হাত-পা ঘামে। তবে এমন টেনশন কিন্তু মোটেই কাজের কথা নয়। অতিরিক্ত উদ্বেগে পরীক্ষা খারাপ হতে পারে। তাহলে উপায়?
advertisement

সাম্প্রতিক বেশ কয়েকটি গবেষণায় দেখা গিয়েছে, খাদ্যতালিকায় কিছু পরিবর্তন অর্থাৎ প্রতিদিন নির্দিষ্ট কিছু খাবার ডায়েটে যোগ করলে প্রাকৃতিক ভাবে মানসিক চাপ কমাতে সাহায্য করে। পরীক্ষার সময় স্ট্রেস অনিবার্য। কিন্তু অনেকেই জানেন না, প্রতিদিন শুধু একটা বাদাম মানসিক শক্তিকে অনেকখানি বাড়িয়ে তোলে। চাপ এবং উদ্বেগ কমায়। সেই ‘আশ্চর্য বাদাম’ সম্পর্কে যা জানার দরকার এখানে রইল।

advertisement

আরও পড়ুন: শীতে ত্বকে গোলাপি আভা চাই? মিলবে রোগমুক্তিও, দুই সব্জি দিয়ে সহজেই বানিয়ে নিন জুস

গবেষণা: নিউট্রিয়েন্টস জার্নালে প্রকাশিত সাউথ অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ের একটি সমীক্ষা অনুসারে, আখরোট হল সেই জাদু বাদাম যা অ্যাকাডেমিক চাপের নেতিবাচক প্রভাবগুলি প্রশমিত করতে সক্ষম। বিশেষ করে মহিলাদের উপর এটা সত্যিই ম্যাজিকের মতো কাজ করে। প্রধান গবেষক, পিএইচডি ছাত্র মরিটজ হারসেলম্যান এবং সহযোগী অধ্যাপক লারিসা বোব্রোভস্কায়া বলেন, অন্ত্রের স্বাস্থ্যের সঙ্গে আখরোটের সরাসরি সম্পর্ক রয়েছে। তাঁরা বলেন, পরীক্ষার সময় পড়ুয়ারা চাপে থাকে। এটা তাদের মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে। শরীর দুর্বল হয়ে যায়।

advertisement

আরও পড়ুন: গোল মরিচেই ওজন কমবে! রান্নাঘরের এই উপাদানের গুণ শুনলে অবাক হবেন

৪০ জন স্নাতকের ছাত্রকে তিনটি দলে ভাগ করে তাঁদের আখরোট দেওয়া হয়। একটি দলকে বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার শুরুর ১৩ সপ্তাহ আগে থেকে আখরোট দেওয়া শুরু হয়। অন্য দলকে শুধু পরীক্ষার সময় এবং আরেকটি দলকে পরীক্ষার ২ সপ্তাহ পর পর্যন্ত। মোট ১৬ সপ্তাহ ধরে প্রতিদিন তাদের আখরোট দেওয়া হয়েছিল।

advertisement

কী পাওয়া গেল: গবেষকরা বলছেন, যাঁরা প্রতিদিন আধ কাপ আখরোট খেয়েছেন তাঁদের মানসিক স্বাস্থ্য আগের চেয়ে উন্নত হয়েছে বহুগুণ। মেটাবলিজম বায়োমার্কার এবং সামগ্রিক ঘুমের গুণমান আগের চেয়েও ভাল হয়েছে। পরীক্ষার ১৩ সপ্তাহ আগে থেকে যাঁরা আখরোট খেয়েছেন তাঁদের স্ট্রেস এবং ডিপ্রেশনের মাত্রা ছিল অন্য ছাত্রদের তুলনায় অনেক কম। গবেষণায় আরও দেখা গেছে, আখরোট ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, সেই সঙ্গে মেলাটোনিন (ঘুম প্ররোচিতকারী হরমোন), পলিফেনল, ফোলেট এবং ভিটামিন ই-তে পূর্ণ। এর সবকটাই সুস্থ মস্তিষ্ক এবং অন্ত্রকে ভাল রাখতে সাহায্য করে। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ২৪ বছরের কম বয়সিরাই ৭৫ শতাংশ মানসিক ব্যাধিতে আক্রান্ত হন।

advertisement

আখরোটের ভূমিকা: অধ্যাপক লারিসা বোব্রোভস্কায়া বলছেন, মানসিক চাপের মুখে শক্তি দিতে আখরোটের তুলনাহীন। এটা স্বাস্থ্যকর এবং সুস্বাদু। অ্যাকাডেমিক চাপের নেতিবাচক প্রভাবের বিরুদ্ধে লড়াই করতে পারে। তবে এই নিয়ে আরও গবেষণা প্রয়োজন বলেও তিনি জানিয়েছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
আলোর উৎসবে শক্তির আরাধনা! Kali Puja 2025: আলোর উৎসবে শক্তির আরাধনা!
আরও দেখুন

(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
পরীক্ষার দুশ্চিন্তা? মানসিক চাপ কমাতে অব্যর্থ এই খাবার! আজই সন্তানকে খাওয়ান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল