TRENDING:

Fatty Liver Symptoms: বাড়াবাড়ি হলেই বিপদ, ফ্যাটি লিভারের ৮টি উপসর্গ কী কী? সহজ কথায় বুঝিয়ে দিলেন বিশেষজ্ঞ চিকিৎসক!

Last Updated:

ফ্যাটি লিভারের প্রাথমিক উপসর্গগুলি চিহ্নিত করতে পারলে জীবনযাত্রায় বদল এবং ওষুধের সাহায্যে লিভারের বড় ক্ষতি এড়ানো সম্ভব৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লিভারে অতিরিক্ত ফ্যাট জমে গেলেই ফ্যাটি লিভারের সমস্যা দেখা দেয়৷ যার ফলে লিভার তার স্বাভাবিক কাজ করতে পারে না৷ পরিশ্রম কম করা, অতিরিক্ত চিনি এবং অস্বাস্থ্যকর ফ্যাট যুক্ত খাবার বেশি মাত্রার খাওয়ার কারণেই গোটা বিশ্ব জুড়ে ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন কোটি কোটি মানুষ৷ ফ্যাটি লিভারের সমস্যা জটিল আকার নিলে তা লিভার সিরোসিস, সিরোসিস, এমন কি লিভার ক্যান্সারের দিকেও গড়াতে পারে৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

যদিও ফ্যাটি লিভারের প্রাথমিক উপসর্গগুলি চিহ্নিত করতে পারলে জীবনযাত্রায় বদল এবং ওষুধের সাহায্যে লিভারের বড় ক্ষতি এড়ানো সম্ভব৷ এইমস, হাভার্ড এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ প্রাপ্ত চিকিৎসক গ্যাসট্রোএনটেরোলজিস্ট সৌরভ শেঠি ফ্যাটি লিভারের প্রাথমিক আটটি উপসর্গ কী কী হতে পারে, তা নিয়ে সতর্কতামূলক একটি ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করেছেন৷ এক নজরে দেখে নেওয়া যাক, কোন কোন উপসর্গের কথা বলেছেন ওই চিকিৎসক-

advertisement

১. আচমকা যদি শরীরের ওজন বাড়তে থাকে, তাহলে তা ফ্যাটি লিভারের অন্যতম লক্ষ্মণ হতে পারে৷ বিশেষত, যদি পেটের চারপাশে মেদ জমতে শুরু করে তাহলে তা লিভারের স্বাভাবিক ভাবে কাজ করতে না পারার উপসর্গ হতে পারে৷

২. পর্যাপ্ত বিশ্রাম নেওয়া সত্ত্বেও যদি নিজেকে ক্লান্ত এবং দুর্বল লাগে, সেক্ষেত্রেও তা ফ্যাটি লিভারের উপসর্গ হতে পারে৷ কারণ শরীরে এনার্জি জোগানোর ক্ষেত্রে বড় ভূমিকা থাকে লিভারের৷ ফলে লিভার ঠিক মতো কাজ না করলে শরীরের এনার্জির ঘাটতি হতে পারে৷

advertisement

৩. ওই চিকিৎসক আরও জানিয়েছেন, পেটে ব্যথার সঙ্গে সঙ্গে যদিও পেটের ডান দিকের উপরের অংশ ফুলে যায় তাহলে তা ফ্যাটি লিভারের লক্ষ্মণ হতে পারে৷

৪. ব্লাড সুগারের মাত্রা বেড়ে গেলেও তা ফ্যাটি লিভারের উপসর্গ হতে পারে৷

৫. মল মূত্রের রংয়ে পরিবর্তন লিভারের সমস্যার ইঙ্গিত হতে পারে৷ যদি প্রস্রাবের রং গাঢ়ো হলুদ এবং মলের রং ফ্যাকাসে হয়ে যায়, তাহলে তা ফ্যাটি লিভারের লক্ষ্মণ হতে পারে৷

advertisement

৬. ত্বক এবং চোখের ভিতরে হলদে হয়ে গেলে জন্ডিস হয়েছে বলে ধরে নেওয়া হয়৷ ফ্যাটি লিভারের সমস্যা বাড়াবাড়ির দিকে গেলে এরকম হতে পারে৷ এই পরিস্থিতিতে দেরি না করে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত৷

৭. কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে বহু ক্ষেত্রেই ফ্যাটি লিভারের সমস্যাও ধরা পড়ে৷ কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি লিভারের স্বাভাবিক কাজে বাধা সৃষ্টি করে এবং হৃদরোগের ঝুঁকিও বাড়িয়ে দেয়৷

সেরা ভিডিও

আরও দেখুন
আর টান পড়বে না নলেন গুড়ের! জয়নগরের মোয়া বাঁচাতে শুরু নতুন উদ্যোগ
আরও দেখুন

৮. ফ্যাটি লিভারের সমস্যা জটিল আকার নিলে রক্তপাত বন্ধ করার জন্য লিভার শরীরকে প্রয়োজনীয় প্রোটিনের জোগান দিতে পারে না৷ অল্প কেটে বা ছড়ে গেলেই রক্তপাত এবং রক্তপাত বন্ধ না হওয়ার সমস্যা দেখা দিলে তা ফ্যাটি লিভারের জটিল আকার ধারণেরই ইঙ্গিত বলে সতর্ক করেছেন ওই চিকিৎসক৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Fatty Liver Symptoms: বাড়াবাড়ি হলেই বিপদ, ফ্যাটি লিভারের ৮টি উপসর্গ কী কী? সহজ কথায় বুঝিয়ে দিলেন বিশেষজ্ঞ চিকিৎসক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল