চলতি বছরের ১৫ অগাস্ট সারা দেশের মতো জামুইতেও বেশ জাঁকজমকের সঙ্গে স্বাধীনতা দিবস পালিত হয়েছিল। সকালে পতাকা উত্তোলনের পর অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সন্ধ্যায় জেলা সদরের শিল্পা ম্যারেজ হলে জেলা প্রশাসন থেকে একটি জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এতে জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা নৃত্য, সঙ্গীত এবং দেশপ্রেম সম্পর্কিত চমৎকার অনুষ্ঠান পরিবেশন করে।
advertisement
জেলা ম্যাজিস্ট্রেট নবীন এবং পুলিশ সুপার বিশ্বজিৎ দয়াল এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালীন উপস্থিত লোকেরা এসপিকে মঞ্চে এসে বিশেষ কিছু করার জন্য অনুরোধ করেছিলেন। জনতার কথা শুনে এসপি মঞ্চে পৌঁছে শিস দিয়ে বিখ্যাত ছবি নাগিনের গান শোনানো শুরু করেন। শিস দেওয়ার সময় তিনি এতটাই উত্তেজিত হয়ে পড়েন যে, মঞ্চে দাঁড়িয়েই নাগিন ডান্স শুরু করেন। তাঁর এই অভিনব রূপ দেখে সেখানে উপস্থিত লোকেরাও নাচতে শুরু করে দেন। উপস্থিত কেউ একজন এই পুরো দৃশ্যের একটি ভিডিও তৈরি করেছে, যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।
এমন ভিডিও অবশ্য আগেও ভাইরাল হয়েছিল। এসপি বিশ্বজিৎ দয়ালের হালকা মেজাজে থাকার ভিডিও এটিই প্রথম নয়। এর আগেও তাঁর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, যেখানে তাঁকে শিস দিয়ে একটি গান শোনাতে দেখা গিয়েছিল। এখন তাঁর নাগিন ডান্সের ভিডিও সবাইকে অবাক করেছে! অনুষ্ঠানে উপস্থিত লোকজন এবং সোশ্যাল মিডিয়া ইউজার- সবারই তা মন কেড়েছে।