Durga Puja: কোমরে গোঁজা পিস্তল, মাথায় সাদা হেলমেট, পুজোর মধ্যে শহরের রাস্তায় ইনি কে?
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
কোমরে গোঁজা পিস্তল, মাথায় সাদা হেলমেট। বাইক নিয়ে রাস্তায় নামলেন তিনি। অষ্টমীর রাত যত গড়াচ্ছে, ততই তিনি মেদিনীপুর, খড়্গপুরের বিভিন্ন এলাকা চষে বেড়িয়েছেন...
মেদিনীপুর, রঞ্জন চন্দ: কোমরে গোঁজা পিস্তল, মাথায় সাদা হেলমেট। বাইক নিয়ে রাস্তায় নামলেন তিনি। অষ্টমীর রাত যত গড়াচ্ছে, ততই তিনি মেদিনীপুর, খড়্গপুরের বিভিন্ন এলাকা চষে বেড়িয়েছেন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবে যাতে সাধারণ দর্শনার্থী ও মানুষের কোনও ক্ষতি না হয়, তার দিকে সজাগ দৃষ্টি রেখেছে পুলিশ-প্রশাসন। ভিড় মোকাবিলা থেকে পেট্রোলিং, সকাল থেকেই জেলজুড়ে পুলিশের নজরদারি। প্রত্যন্ত গ্রাম থেকে শহরের রাস্তায় পুলিশের উচ্চপদস্থ আধিকারিক থেকে পুলিশ কর্মীরা রয়েছেন। এবার রাস্তায় নামলেন খোদ জেলা পুলিশ সুপার। বাইক নিয়ে ঘুরলেন মেদিনীপুর এবং খড়্গপুর। সাধারণ মানুষের যাতে ঠাকুর দেখায় কোনও অসুবিধা না হয়, পুজোর মরশুমে যাতে শান্তিশৃঙ্খলা বজায় থাকে, তার জন্য জেলা পুলিশ সুপারের এই বাইক পেট্রোলিং।
গতবছরও মেদিনীপুর শহর-সহ পার্শ্ববর্তী এলাকায় নিজেই বাইক নিয়ে ঘুরে বেড়িয়েছেন পুলিশ সুপার ধৃতিমান সরকার। এবছরও অন্যথা হয়নি। অষ্টমীর সন্ধ্যায় আবহাওয়া ভাল ছিল, প্যান্ডেলে-প্যান্ডেলে উপচে পড়া ভিড়। খড়্গপুর, মেদিনীপুরের পাশাপাশি প্রত্যন্ত গ্রামাঞ্চলেও ব্যাপক ভিড় ছিল। ভিড়ের মধ্যে সাধারণ দর্শনার্থী ও মহিলাদের সুরক্ষা প্রদানে বদ্ধপরিকর পুলিশ প্রশাসন। জেলা জুড়ে ১৭টি বাইক বাহিনী নজরদারি চালাচ্ছে। এদিন সন্ধ্যায় নিজেই বাইক চালিয়ে মেদিনীপুর ও খড়্গপুরের একাধিক এলাকা পরিদর্শন করলেন পুলিশ সুপার ধৃতিমান সরকার।
advertisement
পুজোর সময় যাতে কোথাও কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই লক্ষ্যে জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার-সহ জেলা পুলিশের একটি টিম মেদিনীপুর শহর ও খড়গপুর শহরে বাইক করে ঘুরছেন। সঙ্গে ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার-সহ অন্যান্য পুলিশ অধিকর্তারা। শুধু তাই নয়, বিভিন্ন থানা এলাকায় বাইক নিয়ে ঘুরেছেন আধিকারিকেরা। =জেলার মানুষ যাতে শান্তিতে নির্বিঘ্নে পুজো কাটাতে পারেন তাই পুলিশের পক্ষ থেকে সব ধরনের সতর্কতামূলক পদক্ষেপ করা হয়েছে। পাশাপাশি জেলা পুলিশ সুপার রাতেও নিজেও বাইক নিয়ে টহল দিয়েছেন।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Medinipur (Midnapore),Paschim Medinipur,West Bengal
First Published :
October 01, 2025 12:26 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja: কোমরে গোঁজা পিস্তল, মাথায় সাদা হেলমেট, পুজোর মধ্যে শহরের রাস্তায় ইনি কে?