Durga Puja: কোমরে গোঁজা পিস্তল, মাথায় সাদা হেলমেট, পুজোর মধ্যে শহরের রাস্তায় ইনি কে?

Last Updated:

কোমরে গোঁজা পিস্তল, মাথায় সাদা হেলমেট। বাইক নিয়ে রাস্তায় নামলেন তিনি। অষ্টমীর রাত যত গড়াচ্ছে, ততই তিনি মেদিনীপুর, খড়্গপুরের বিভিন্ন এলাকা চষে বেড়িয়েছেন...

+
বাইকে

বাইকে চেপে পুলিশ সুপার 

মেদিনীপুর, রঞ্জন চন্দ: কোমরে গোঁজা পিস্তল, মাথায় সাদা হেলমেট। বাইক নিয়ে রাস্তায় নামলেন তিনি। অষ্টমীর রাত যত গড়াচ্ছে, ততই তিনি মেদিনীপুর, খড়্গপুরের বিভিন্ন এলাকা চষে বেড়িয়েছেন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবে যাতে সাধারণ দর্শনার্থী ও মানুষের কোনও ক্ষতি না হয়, তার দিকে সজাগ দৃষ্টি রেখেছে পুলিশ-প্রশাসন। ভিড় মোকাবিলা থেকে পেট্রোলিং, সকাল থেকেই জেলজুড়ে পুলিশের নজরদারি। প্রত্যন্ত গ্রাম থেকে শহরের রাস্তায় পুলিশের উচ্চপদস্থ আধিকারিক থেকে পুলিশ কর্মীরা রয়েছেন। এবার রাস্তায় নামলেন খোদ জেলা পুলিশ সুপার। বাইক নিয়ে ঘুরলেন মেদিনীপুর এবং খড়্গপুর। সাধারণ মানুষের যাতে ঠাকুর দেখায় কোনও অসুবিধা না হয়, পুজোর মরশুমে যাতে শান্তিশৃঙ্খলা বজায় থাকে, তার জন্য জেলা পুলিশ সুপারের এই বাইক পেট্রোলিং।
গতবছরও মেদিনীপুর শহর-সহ পার্শ্ববর্তী এলাকায় নিজেই বাইক নিয়ে ঘুরে বেড়িয়েছেন পুলিশ সুপার ধৃতিমান সরকার। এবছরও অন্যথা হয়নি। অষ্টমীর সন্ধ্যায় আবহাওয়া ভাল ছিল, প্যান্ডেলে-প্যান্ডেলে  উপচে পড়া ভিড়। খড়্গপুর, মেদিনীপুরের পাশাপাশি প্রত্যন্ত গ্রামাঞ্চলেও ব্যাপক ভিড় ছিল। ভিড়ের মধ্যে সাধারণ দর্শনার্থী ও মহিলাদের সুরক্ষা প্রদানে বদ্ধপরিকর পুলিশ প্রশাসন। জেলা জুড়ে ১৭টি বাইক বাহিনী নজরদারি চালাচ্ছে। এদিন সন্ধ্যায় নিজেই বাইক চালিয়ে মেদিনীপুর ও খড়্গপুরের একাধিক এলাকা পরিদর্শন করলেন পুলিশ সুপার ধৃতিমান সরকার।
advertisement
পুজোর সময় যাতে কোথাও কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই লক্ষ্যে জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার-সহ জেলা পুলিশের একটি টিম মেদিনীপুর শহর ও খড়গপুর শহরে বাইক করে ঘুরছেন। সঙ্গে ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার-সহ অন্যান্য পুলিশ অধিকর্তারা। শুধু তাই নয়, বিভিন্ন থানা এলাকায় বাইক নিয়ে ঘুরেছেন আধিকারিকেরা।  =জেলার মানুষ যাতে শান্তিতে নির্বিঘ্নে পুজো কাটাতে পারেন তাই পুলিশের পক্ষ থেকে সব ধরনের সতর্কতামূলক পদক্ষেপ করা হয়েছে। পাশাপাশি জেলা পুলিশ সুপার রাতেও নিজেও বাইক নিয়ে টহল দিয়েছেন।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja: কোমরে গোঁজা পিস্তল, মাথায় সাদা হেলমেট, পুজোর মধ্যে শহরের রাস্তায় ইনি কে?
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement