Durga Puja: 'ঘরের কাছেই রাজস্থান', পুরুলিয়াতে বসেই ঘুরে নিন মেরুশহর
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
চকবাজার ষোলোআনা কমিটি ও শক্তি সংঘ ক্লাবের যৌথ উদ্যোগে ২২৫ বছরের পুজোর থিম 'ঘরের কাছে রাজস্থান'। এখানে তৈরি করা হয়েছে হাওয়া মহল, জলমহল-সহ রাজস্থানের নানা গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র
advertisement
1/5

পুরুলিয়া, শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়: বাঙালির বারো মাসে তেরো পার্বণ, তার মধ্যে অন্যতম দুর্গোৎসব। সারা বছর এই উৎসবের অপেক্ষায় থাকে আপামর বঙ্গবাসী।
advertisement
2/5
চকবাজার ষোলোআনা কমিটি ও শক্তি সংঘ ক্লাবের যৌথ উদ্যোগে ২২৫ বছরের পুজোর থিম 'ঘরের কাছে রাজস্থান'। এখানে তৈরি করা হয়েছে হাওয়া মহল, জলমহল-সহ রাজস্থানের নানা গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র
advertisement
3/5
পুজো কমিটির সদস্যরা বলেন, তাদের থিম জেলাজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। দূর-দূরান্ত থেকে মানুষের সমাগম হচ্ছে প্রতিদিন। ২২৫ বছরে তারা চমক লাগিয়ে দিয়েছেন। বিগত দু-মাস ধরে প্রস্তুতি নিয়েছেন এই পুজোর।
advertisement
4/5
পুজো মণ্ডপে আসা দর্শনার্থী অনামিকা সাহা জানান, চকবাজারের এই থিম তার খুবই ভালো লেগেছে। শহরের অন্যান্য পুজোগুলির মধ্যে এই পুজো নজর কেড়েছে।
advertisement
5/5
রুলিয়ার বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম চকবাজার ষোলোআনা কমিটির দুর্গাপুজো। এ-বছর তাদের নজরকারা থিম ছাড়া ফেলে দিয়েছে জেলা-সহ ভিন রাজ্যেও।