দক্ষিণ কোরিয়ায় এত দিন জন্মের পর সদ্যোজাতর বয়স ধরা হত ১ বছর করে৷ অর্থাৎ নবজাতকের ক্ষেত্রে তার গর্ভকালীন সময়টুকুও ধরা হয়৷ গর্ভে ভ্রূণের জন্ম থেকে বয়স হিসেব করা হত৷ আরও একটি নিয়ম প্রচলিত ছিল সেখানে৷ প্রতি বছর ১ জানুয়ারি কিছু নাগরিক নিজেদের বয়স এক বছর বাড়িয়ে নিতেন৷ এ বার থেকে এই দুই প্রাচীন নিয়মই দক্ষিণ কোরিয়ায় রদ করা হল৷ কারণ আন্তর্জাতিক ক্ষেত্রে বয়স হিসেব করার সময় সমস্যায় পড়তেন দক্ষিণ কোরীয়রা৷ কারণ তাঁদের দাবি করা বয়সের সঙ্গে মিলত না জন্মতারিখ৷ এ বার থেকে সেই দ্বন্দ্ব দূর করা হল৷
advertisement
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট য়ুন সুক ইওল বলেছেন, ‘‘সাধারণ নাগরিকের সমস্যার সঙ্গে দেশের অপ্রয়োজনীয় সামাজিক ও অর্থনৈতিক ক্ষতি হচ্ছিল এই প্রাচীন রীতিতে৷’’ সেই সমস্যার সমাধানে পদক্ষেপ দক্ষিণ কোরিয়া প্রশাসনের৷ নতুন সিদ্ধান্ত কার্যকর করা হবে সমস্ত বিচারবিভাগীয় ও প্রশানিক ক্ষেত্রে৷