TRENDING:

Age Counting Rule: ঘড়ির কাঁটা হাঁটল উল্টোদিকে! এই দেশের সব নাগরিকের ১ বছর বয়স কমল একসঙ্গে

Last Updated:

Age Counting Rule: বুধবার থেকে একসঙ্গে দেশবাসীর বয়স কমে গেল ১ থেকে ২ বছর৷ জারি হল নতুন নিয়ম৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সময়ের ঘড়ি উল্টোদিকে হাঁটল দক্ষিণ কোরিয়ায়৷ পাল্টে গেল বয়স গণনার হিসেব৷ বুধবার থেকে একসঙ্গে দেশবাসীর বয়স কমে গেল ১ থেকে ২ বছর৷ জারি হল নতুন নিয়ম৷ রদ হল এই দেশে প্রচলিত প্রাচীন বয়স গণনার নিয়মনীতি৷ এ বার থেকে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী গণনা করা হবে দক্ষিণ কোরিয়াবাসীদের বয়স৷ বয়স নির্ধারণের ক্ষেত্রে অনুসরণ করা হবে আন্তর্জাতিক ক্যালেন্ডার৷
advertisement

দক্ষিণ কোরিয়ায় এত দিন জন্মের পর সদ্যোজাতর বয়স ধরা হত ১ বছর করে৷ অর্থাৎ নবজাতকের ক্ষেত্রে তার গর্ভকালীন সময়টুকুও ধরা হয়৷ গর্ভে ভ্রূণের জন্ম থেকে বয়স হিসেব করা হত৷ আরও একটি নিয়ম প্রচলিত ছিল সেখানে৷ প্রতি বছর ১ জানুয়ারি কিছু নাগরিক নিজেদের বয়স এক বছর বাড়িয়ে নিতেন৷ এ বার থেকে এই দুই প্রাচীন নিয়মই দক্ষিণ কোরিয়ায় রদ করা হল৷ কারণ আন্তর্জাতিক ক্ষেত্রে বয়স হিসেব করার সময় সমস্যায় পড়তেন দক্ষিণ কোরীয়রা৷ কারণ তাঁদের দাবি করা বয়সের সঙ্গে মিলত না জন্মতারিখ৷ এ বার থেকে সেই দ্বন্দ্ব দূর করা হল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট য়ুন সুক ইওল বলেছেন, ‘‘সাধারণ নাগরিকের সমস্যার সঙ্গে দেশের অপ্রয়োজনীয় সামাজিক ও অর্থনৈতিক ক্ষতি হচ্ছিল এই প্রাচীন রীতিতে৷’’ সেই সমস্যার সমাধানে পদক্ষেপ দক্ষিণ কোরিয়া প্রশাসনের৷ নতুন সিদ্ধান্ত কার্যকর করা হবে সমস্ত বিচারবিভাগীয় ও প্রশানিক ক্ষেত্রে৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Age Counting Rule: ঘড়ির কাঁটা হাঁটল উল্টোদিকে! এই দেশের সব নাগরিকের ১ বছর বয়স কমল একসঙ্গে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল