যদি সত্যিই আপনি নিজের চুল ঝড়ে পড়াতে দুশ্চিন্তায় আছেন, তবে আপনার জন্য রয়েছে কিছু বিশেষ ঘরোয়া টোটকা ৷ অল্প সময়তেই ১০০ শতাংশ ভেষজ উপাদান দিয়ে বানাতে পারবেন বিশেষ হেয়ার প্যাক ৷
আরও পড়ুন : দাঁতে হলুদ ভাব ও দুর্গন্ধ থেকে মুক্তি পেতে চান? জেনে নিন কিছু ঘরোয়া উপায়
advertisement
নারকেল- অযথা চুল পড়া বন্ধ করতে নারকেলের গুনাগুন অনেক ৷ চুল মজবুত করতে, মাখতে হবে নারকেলের হেয়ার মাস্ক ৷ এই বিশেষ মাস্ক বাড়িতেই তৈরি করা যাবে ৷ প্রথমে নারকেল কুড়িয়ে নিয়ে শুকনো প্যানে খানিক্ষণ নেড়ে নিতে হবে ৷ তারপর, এর মধ্যে মেথি গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়ো মিশিয়ে দিতে হবে ৷ এই মিশ্রণ আধ ঘন্টা স্কাল্পে লাগিয়ে রাখতে হবে ৷ এই মাস্ক রোজ ব্যবহার করা যেতেই পারে ৷ কিছুদিন বাদে নিজেই লক্ষ করতে পারবেন এর ম্যাজিক ৷
আমলকী- চুলের জন্য আমলকির গুনাগুন অপরিহার্য ৷ আমলকীকে ভাল করে পেস্ট করে নিয়ে এর মধ্যে সামান্য লেবু মিশিয়ে এই পেস্ট মাথায় মাখতে হবে ৷ এবং মিশ্রণটি শুকনো হয়ে গেলে ধুয়ে ফেলতে হবে ৷ এই মিশ্রণ রোজ মাখলে চুলের যেকনও সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে ৷
আরও পড়ুন : দেখলেই ভয় লাগে! জেনে নিন টিকটিকির উৎপাত থেকে বাঁচার কিছু ঘরোয়া উপায়
মেথি- রাত্রে মেথি ভিজিয়ে রাখতে হবে ৷ সকালে ওই ভেজানো মেথির পেস্ট করে মাথায় মাখতে হবে ৷ এই প্যাক সপ্তাহে ২ বার মাখা যাবে ৷ এই পেস্ট মাখলে অযথা চুল ঝড়া একেবারে বন্ধ হয়ে যাবে ৷ এবং চুলের গোড়া মজবুত হবে ৷