আরও পড়ুন: Weight Loss: ওজন কমাতে চান? চুমুক দিন স্ট্রবেরি চায়ের কাপে! ফল পাবেন হাতেনাতে
তার জন্য ব্যবহার করতে হবে আরও ভালো কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট। অবশই ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তবেই সবটা করা উচিত। কারণ এক একজনের ত্বক এক একরকম হয়। তাই পরামর্শ ছাড়া কিচ্ছু করা উচিত না। ত্বক এমন বানানো উচিত যাতে লাইট মেক আপেই কামাল হয়ে যায়। শুধু ফেস পাউডার, কাজলেই যেন সবার চোখের দৃষ্টি আটকে যায়।
advertisement
কী কী নিয়ম পালন করতে হবে
সবথেকে জরুরি বিষয়হল, রোজ নিয়ম করে ত্বক পরিষ্কার করা। ক্লিনজার দিয়ে হোক বা ফেসওয়াশ, পরিষ্কার রাখা জরুরি। কারণ সারাদিনের মেক আপ করে থাকা ত্বকের ওপর দিয়ে যে ঝড় যায় সেটা বাড়ি এসে পরিষ্কার করতেই হবে। এবং তারপর মাখতে হবে ময়েশ্চারাইজার। তাতে ত্বক হবে আর্দ্র ও মোলায়েম। ত্বক থেকে সারাদিনের নোংরা বেরিয়ে গেলেই ত্বক হবে সুন্দর। এবং এটা রোজ পালন করলেই ৪ থেকে ৫ সপ্তাহের মধ্যে পার্থক্য বোঝা যাবে।
আরও পড়ুন: Immunity boosters to avoid omicron infection : ওমিক্রনের সংক্রমণ থেকে বাঁচতে সঙ্গী হোক এই পানীয়গুলি
সানস্ক্রিন থেকে শুরু করে নাইটক্রিমের ব্যবহার শুরু করতে হবে। আর আগে অবশই দেখে নিতে হবে নিজের স্কিন টাইপ। দরকার হলে কথা বলা যেতে পারে কোনও ত্বক বিশেষজ্ঞের সঙ্গেও। বাড়ি থেকে না বেরোলেও ব্যবহার করা উচিত সানস্ক্রিন। তাতে ত্বক ভালো থাকে।
স্কিন বুস্টার ট্রিটমেন্টের মাধ্যমেও পাওয়া যেতে পারে সুস্থ ত্বক। বায়ো রিমডেলারের (bio-remodeler) মাধ্যমে আলট্রা হাইড্রেটিং হায়ালুরোনিক অ্যাসিড (ultra-hydrating hyaluronic acid) ত্বকের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, যা ত্বককে করে তোলে কোমল ও সুন্দর।
আরও পড়ুন: Digestive Problem: হজমের সমস্যা? গবেষণা বলছে কাজে আসবে সাধের কফি!
প্যানডেমিক আমাদের যেমন অনেক খারাপ সময়ের মুখে ফেলেছে তেমনই হাতে এনে দিয়েছে অনেক সময়। তাতে ত্বক পরিচর্যার সময়টাও অনেকটা বেড়ে গিয়েছে। ফলে এই সময়টা কাজে লাগিয়ে ত্বকের চর্চা করা উচিত। তাহলে মেক আপ ছাড়াই লাগবে সুন্দর; ত্বক হবে সতেজ এবং বয়সও কম লাগবে। স্কিন কেয়ার প্রোডাক্ট কেনা থেকে শুরু করে স্কিন থেরাপি সবই ভালো ত্বকের পরিচয় দেবে।