মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯
অস্থির স্বভাবের জন্য ক্লিনিং, টোনিং ও ময়েশ্চারাইজিং এটুকুই করা ভালো।
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০
বৃষরাশি নিয়মিত রূপচর্চা ভালোবাসে। ক্লিনিং, টোনিং ও ময়েশ্চারাইজিং ছাড়াও মাঝে মধ্যে স্টিম নিতে হবে।
আরও পড়ুন: বিয়ার খেলে মশা বেশি কামড়ায়! অদ্ভুত এই বিষয়টা জানেন?
advertisement
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০
নিজের সুবিধা মতো স্কিন কেয়ার রুটিন বানিয়ে নিতে পছন্দ করেন এঁরা। মেকআপ তুলে সেরাম, ময়েশ্চারাইজার ও আইক্রিম ব্যবহার এঁদের জন্য বাধ্যতামূলক।
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২
এঁরা খুব মুডি হন। সারাদিনের পরিশ্রমের পর এঁদের এক্সফোলিয়েশন ও ফেস মাস্ক দরকার।
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২
সিংহ রাশির জন্য সেরা হল কোরিয়ান স্কিন কেয়ার। ক্লিনজিং, ডাবল ক্লিনজিং, ফেস মাস্ক সবই প্রয়োজন এঁদের।
আরও পড়ুন: কুসুমে রক্তের দাগ খেয়াল করেছেন কখনও? এমন ডিম খেলে কী হয় জানেন?
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২
ত্বক নিয়ে খুঁতখুঁতে কন্যা রাশি ক্লিনজার, মিসেল ওয়াটার, ফেস সিরাম, আই ক্রিম সবটাই প্রয়োজন।
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২
নিখুঁত ত্বক চান এই রাশির জাতিকারা। এঁদের ডবল ক্লিনজিং, চারকোল মাস্ক, হাইলাইটার দরকার।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১
ত্বক নিয়ে বেশি চিন্তা করে বৃশ্চিক রাশি। তাই এদের দরকার ডবল ক্লিনজিং, ঘুমোতে যাওয়ার আগে এক্সফোলিয়েশন, ফেস মাস্কিং সব করতে হবে।
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১
ধনু রাশি সোজা-সাপটা বিষয় পছন্দ করে। তাই ক্লিনজিং, সেরাম, ময়েশ্চারাইজার, আইক্রিম ও সানস্ক্রিন এই সহজ রুটিনেই তাঁরা অভ্যস্ত।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯
ত্বকের জন্য বেশি সময় ও টাকা কোনওটাই খরচ করতে চায় না মকররাশি। ক্লেনজিং, সেরামের ব্যবহার, ময়েশ্চারাইজিং এই রুটিনই এঁদের জন্য ভালো।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮
কুম্ভ এমনিতে খুব বিশ্বস্ত স্বভাবের হয়। ত্বকের জন্যও এঁরা খুব যত্নশীল হন। ডাবল ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং, আই ক্রিম, সানস্ক্রিন এভাবেই এঁদের রুটিন চলবে।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০
এঁরা আদর্শবাদী হন। তাই নিয়মিত রূপচর্চা এঁদের পোষাবে না। সপ্তাহে একদিন ক্লিনজিং, ময়েশ্চারাইজিং, আই ক্রিম ও ফেস মাস্কিং এঁরা ব্যবহার করতে পারেন।