বিশেষজ্ঞরা দাঁত ভাল রাখার কিছু সহজ উপায় বলেছেন। এই উপায়গুলি মানলে আপনার দাঁত একেবারে ঝকঝকে এবং দুর্গন্ধমুক্ত রাখা যাবে। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন দাঁত মাজার সঙ্গে সঙ্গে এই উপায়গুলি মানলে দাঁতের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।
আরও পড়ুন : এক কাপ চা বা কফি ছাড়া চলে না? অজান্তেই ক্ষতি করছেন নিজের শরীরের
advertisement
তাহলে জানা যাক দাঁত ভাল রাখার কিছু সহজ উপায় -
নারকেল তেল - সকালে উঠেই অল্প নারকেল তেল মুখে নিন, গিলে ফেলবেন না যেন!মাত্র ১৫ মিনিটের জন্য রাখুন নারকেল তেল। কুলকুচি করে মুখের ভিতরে সর্বত্র ছড়িয়ে দিন নারকেল তেল। সময় হয়ে গেলেই সোজা মুখ থেকে ফেলে নিন। এরপর ব্রাশ করে নিন।
ভিনিগার - দাঁত ঝকঝকে করতে ভিনিগারের গুরুত্বও অপরিসীম। ১গ্লাস জলে সামান্য ভিনিগার মিশিয়ে কুলকুচি করতে হবে। এই ভিনিগার ও জলের মিশ্রণ দিয়ে রোজ কুলকুচি করলে দাঁত পরিষ্কার থাকে এবং মুখে দুর্গন্ধও হয় না।
আরও পড়ুন : হৃদয় ভাল রাখবেন ? হার্ট অ্যাটাক, স্ট্রোক, কার্ডিয়াক অ্যারেস্ট সম্পর্কে জানুন
স্ট্রবেরি - দাঁতের হলদে ভাব থেকে মুক্তি পেতে স্ট্রবেরির সঙ্গে সামান্য লবন মিশিয়ে দাঁত মাজতে হবে। এতে দাঁতের হলুদ ভাব থেকে সম্পূর্ণ মুক্তি
পাওয়া যাবে।
আদা - দাঁত ভাল রাখতে আদার ক্ষমতা অপরিসীম। দাঁত ঝকঝকে ও দুর্গন্ধমুক্ত করতে উষ্ণ জলে আদা ও সামান্য লবন দিয়ে রোজ কুলকুচি করতে হবে।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধরণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।